রাজনৈতিক মহামারির মধ্যে হাম এক সাথ লড়েঙ্গে অউর জিতেঙ্গে ভিঃ মমতা ব্যানার্জী

বাংলাহান্ট ডেস্কঃ ২৮ শে জুলাই তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস। এইদিন তৃণমূলের ছাত্র পরিষদের উদ্দ্যেশ্যে বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। আসন্ন নির্বাচনে নিজেদের শক্ত ঘাঁটি গাড়তে উদ্যত তৃণমূল। এরই মাঝে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবসে ছাত্রদের উজ্জীবিত করলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী।

বিজেপিকে আক্রমণ
মঞ্চ থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে বললেন, ‘আমরা করোনা মহামারীকে রুখে দিতে পারব। কিন্তু দেশে যে রাজনৈতিক মহামারী চলছে, তাঁর বিরুদ্ধে হয় লড়বেন, নয় মরবেন। ওরা ভয় দেখালেও, হাম লড়েঙ্গে। হাম এক সাথ লড়েঙ্গে অউর জিতেঙ্গে ভি। আকাশের আকাশী আভাটাকে ওঁরা কালো মেঘ দিয়ে ঢেকে দিতে চাইছে, আমাদের ছাত্র সমাজকে এগিয়ে এসে সেই কালো চাদরটাকে সরাতে হবে’।

   

image 137

এদিনের সভামঞ্চে একুশের ভোটের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই বাংলাই আগামী দিন দেশের মানুষকে ঠিক স্বাধীনতা ফিরিয়ে দেবে। একুশ বিপ্লবের কথা একদমই ভুলে যাবেন না। একুশে আমাদের জয় দেখে, সারা দেশের মানুষ অবাক হয়ে যাবেন। বাংলাকে কখনই ভয় দেখিয়ে দমানো যাবে না’।

জবাব দিলেন সৌমিত্র খাঁ
মুখ্যমন্ত্রীর এই আক্রমণের সরাসরি জবাব দিয়ে বিজেপির যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ জানিয়েছেন, ‘দিদিমণির রাজত্বে বাংলার মানুষ গণতন্ত্রের বহর দেখতে পাচ্ছেন। চাকরি, বেকারত্ব নিয়ে প্রতিদিনই ঝুড়ি মিথ্যে কথা কারা বলছে, তা পরিষ্কার বোঝা যাচ্ছে। তাই এখন বাংলার মানুষ তৃণমূলের থেকে মুক্তি পেতে তাঁদের সরানোর চিন্তা করছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর