বেসুরো গানের গুঁতো আর সয় না, অত‍্যাচার থেকে বাঁচতে হিরো আলমকে গ্রেফতারের দাবি বাংলাদেশে

বাংলাহান্ট ডেস্ক: বেসুরো, বেতালা গানের দাপট আর সহ‍্য হয় না। কখনো তিনি রবীন্দ্রসঙ্গীত গাইছেন। কখনো আবার পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে ভুল গান গেয়ে কেকে কে শ্রদ্ধা জানান। তিনি হিরো আলম (Hero Alom)। বাংলাদেশের ইন্টারনেট সেনসেশন। একাধারে তিনি গায়ক এবং নায়ক। ইউটিউবে লাখো লাখো সাবস্ক্রাইবার। আবার তাঁর নিন্দুকও কম নেই।

হিরো আলমের উদ্ভট সুরে গানের ঠেলায় তিতিবিরক্ত অনেকেই। কিছুদিন আগে ভুলভাল রবীন্দ্রসঙ্গীত গেয়ে সমালোচনার মুখে পড়েছিলেন হিরো আলম। ‘আমার পরাণ যাহা চায়’ গানটি গেয়েছেন তিনি। গিটার বাজিয়ে অনেক কায়দাবাজি করে গান গাইতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু সেখানে না আছে সুর না আছে ঠিকঠাক লিরিক্স।

hero alam
কিন্তু দমানো যায়নি তাঁকে। নিজের মতো করে গান গেয়ে প্রয়াত কেকের প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন তিনি। ‘কাইটস’ ছবি থেকে কেকের গাওয়া ‘জিন্দেগি দো পল কি’ গানটি গেয়েছেন হিরো আলম। তবে নিজের স্টাইলে। অর্থাৎ বেশিরভাগ উচ্চারণ এবং সুর ভুল করেই দিব‍্যি গান গেয়েছেন হিরো আলম।

উপর্যুপরি এমন অত‍্যাচারে অতিষ্ঠ বাংলাদেশের বাসিন্দারা। তাই মানববন্ধনের আয়োজন করা হয়েছে ‘বাংলাদেশ অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থা’র তরফে। মঙ্গলবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত হয় এই মানববন্ধন, যেখানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন বিশিষ্ট মানুষ।

প্রশ্রয় পেয়ে মাথায় চড়ে বসেছেন হিরো আলম। তাঁর বেসুরো গান বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করছে বলে অভিযোগ উঠেছ। বেসুরো গান গাওয়া এবং আরো কিছু অভিযোগের ভিত্তিতে হিরো আলমকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে সংগঠনের তরফে।

বিষয়টা নিয়ে এখনো কোনো মন্তব‍্য না করলেও রবীন্দ্রসঙ্গীত নিয়ে সমালোচনা হওয়ার পর মুখ খুলেছিলেন হিরো আলম। তিনি বলেছিলেন, “আমি গায়ক বা শিল্পী নই। সেই দাবি আমি কখনো করিনি, করছিও না‌। আমি শুধু বিনোদন দেওয়ার চেষ্টা করি।” তিনি আরো বলেছিলেন, সবার মতো তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ভক্ত। তিনি যেহেতু সব ভাষায় গান গেয়েছেন তাই চেষ্টা করছিলেন রবীন্দ্রসঙ্গীত গেয়েও অনুরাগীদের উপহার দিতে।

Niranjana Nag

সম্পর্কিত খবর