বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি স্যশাল মিডিয়ায় একটি সদ্যজাত শিশুর (baby) ছবি ব্যাপক হারে ভাইরাল (viral) হয়েছিল। সেখানে দেখা যায়, শিশুটির শারীরিক গঠন খানিকটা মানুষের মত হলেও, বাকিটা গণপতি বাপ্পা অর্থাৎ গণেশের (ganesha) মত। ছবিটি স্যোশাল মিডিয়ায় শেয়ার করে এক ব্যক্তি লিখেছিলেন, ‘জয় শ্রী গণেশায় নমঃ’।
স্যোশাল মিডিয়ায় এই অদ্ভূত চেহারার শিশুর ছবি শেয়ার হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। ছবিটি একদিকে যেমন ভাইরাল হয়ে যায়, তেমন অন্যদিকে মানুষের মনে কৌতূহল জাগে, এই শিশুটি সত্যই নাকি কাল্পনিক? নেটিজনদের মনে নানান প্রশ্নের সঞ্চার হয়েছিল, এই শিশুটি আসলে কে? কোথায় জন্মগ্রহণ করেছে? এমনকি অনেকে এই শিশুটিকে দেবতার আসনেও বসিয়ে ছিলেন।
এক সংবাদ সংস্থার পক্ষ থেকে এই বিষয়ে সত্যতা যাচাই করা হয়। জানা গিয়েছে, গণেশের মত দেখতে এই শিশুর ছবি আসলে বাস্তবের নয়, অস্ট্রেলিয়ান শিল্পী প্যাট্রিসিয়া পিচিনিনির শিল্পকর্ম। তাঁর হাতের কারুকাজেই এক শিশুর মধ্যে তিনি দেবতা গণেশকে তুলে ধরেছেন।
এই ছবিটি ২০১৯ সালের ২৯ শে নভেম্বর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছিলেন অস্ট্রেলিয়ান শিল্পী প্যাট্রিসিয়া পিচিনিনি। সেইসঙ্গে ক্যাপশনে লিখেছিলেন, সিলিকন, ফাইবারগ্লাস এবং মানুষের চুলের মতো জিনিস ব্যবহার করে তিনি এই গণেশরূপী শিশুটির মূর্তি বানিয়েছেন। আরও লিখেছেন ‘নবজাতক ২০২১’।
https://www.instagram.com/p/B5bN_TVA3AA/?utm_source=ig_embed
অস্ট্রেলিয়ান শিল্পীর সৃষ্টি এই ছবিই স্যোশাল মিডিয়ায় রীতিমত ঝড় তুলে দেয়। এমনই সুন্দর তাঁর হাতের কাজ, যা দেখে মানুষ একটি কাল্পনিক শিশুকে বাস্তবিক বলে ভাবতে শুরু করেছিল।