বড় খবরঃ বৃহস্পতিতে মানব সভ্যতা খুঁজে পেল জলের অস্তিত্ব

বাংলাহান্ট ডেস্কঃ মঙ্গলে আগেই জলের খোঁজ পেয়েছিল নাসার কিউরিওসিটি। যদিও সেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে তা এখনো প্রমানিত হয়নি। এবার সৌরজগতের আরও একটি গ্রহে মানব সভ্যতা খুঁজে পেল জলের অস্তিত্ব।

সম্প্রতি নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে জানা গিয়েছে, বৃহস্পতি গ্রহের বায়ুমণ্ডলে সামান্য জলের উপস্থিতির প্রমাণ পেয়েছে নাসার পাঠানো মহাকাশযান ‘জুনো’। যা প্রকাশ্যে আসার পর নতুন করে শুরু হয়েছে বৃহস্পতি গ্রহে প্রাণের সন্ধান নিয়ে জল্পনা।

Jupiter

মহাকাশবিজ্ঞানীরা জানিয়েছেন, সৌরজগতের সর্ববৃহত্‍ গ্রহ বৃহস্পতি গ্যাসীয় ও তরল পদার্থে পরিপূর্ণ। এসবের মধ্যে সবসময় নানারকম রাসায়নিক বিক্রিয়া চলতে থাকে। বিভিন্ন গ্যাসের মধ্যে বৃহস্পতিতে রয়েছে হাইড্রোজেন এবং অক্সিজেনও। এখন অনুকূল পরিস্থিতিতে আরও নানা গ্যাসের মতোই ওই দুই গ্যাসের বিক্রিয়ার ফলে জল তৈরি হতে পারে বলে ধারণা করা গিয়েছিল আগেই।

জুনো মহাকাশযানের পরিচালনা দলের অন্যতম গবেষক ও প্রধান বিজ্ঞানী স্কট বোল্টনের কথায়, ‘বৃহস্পতি আমাদের চমকে দিয়েছে। কেউ ভাবতেই পারিনি যে এমন একটা বায়ুমণ্ডলের স্তরে স্তরে প্রায় জলের অস্তিত্ব মিলতে পারে!’ তিনি আরও জানিয়েছেন, জুনোর তথ্য বলছে, বায়ুমণ্ডলের একটি নির্দিষ্ট স্তরের নীচে মেঘও জমে। তাপমাত্রার হেরফেরে তা বৃষ্টির মতো ঝরে বলেও মনে করা হচ্ছে।

নেচার জার্নালে প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা গিয়েছে, ২০১১ এবং ২০১৬- এই দু’বছর জুনোকে পাঠানো হয়েছিল বৃহস্পতিতে। দু’বারই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এনেছে সে। আর তার পাঠানো তথ্য বিশ্লেষণ করে জানা গিয়েছে,  বৃহস্পতির বায়ুমণ্ডলে অন্তত ০.২৫ শতাংশ জল রয়েছে।

 

সম্পর্কিত খবর