আশঙ্কাই হল সত্যি! ভারতে এবার থাবা বসাল HMPV, আক্রান্ত ৮ মাসের শিশু

বাংলাহান্ট ডেস্ক : নয়া ভাইরাস HMPV (Human Metapneumovirus) নিয়ে দেশবাসীর আশঙ্কাই হল সত্যি। চিনে দ্রুত গতিতে ছড়িয়ে পড়া এই ভাইরাসের সন্ধান মিলল এবার ভারতেও। ইতিমধ্যেই, বেঙ্গালুরুর (Bengaluru) একটি হাসপাতালে এক শিশুর শরীরে এই ভয়াবহ ভাইরাসের হদিশ মিলেছে। জানা গিয়েছে ওই শিশুটির বয়স মাত্র 8 মাস।

ভারতের HMPV ভাইরাসের (Human Metapneumovirus) অ্যাটাক

যদিও বেঙ্গালুরুর স্বাস্থ্য দপ্তরের তরফে এই মুহূর্তেই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে শিশুটির (Baby) ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো টেস্ট সরকারি হাসপাতালের তরফে করা হয়নি। তাই কোন বেসরকারি হাসপাতালের টেস্ট রিপোর্টের উপর ভিত্তি করে কোন মন্তব্য করতে নারাজ তারা।

Human Metapneumovirus first attack in India

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৩ জানুয়ারি অবশ্য কেন্দ্রের পক্ষ থেকে ‘চিনের ভাইরাস নিয়ে আপাতত এই দেশে আতঙ্কের কোনও কারণ নেই’ বলেও আশ্বাসবাণী মিলেছিল। কিন্তু ২ দিন যেতে না যেতেই দেশেও এই নয়া ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়ল। প্রকাশ্যে এল বেঙ্গালুরুর ওই ৮ মাসের শিশুটির খবরটি। ফলে, স্বাভাবিকভাবেই দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

আরোও পড়ুন : মমতার নির্দেশ ডোন্ট কেয়ার! বাংলার আবাসেও কাটমানি নিচ্ছে তৃণমূল নেতা! ভিডিও ঘিরে তোলপাড়

বর্তমানে ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি রয়েছে ওই শিশু। কর্ণাটকের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, শিশুর পরিবারের ভ্রমণের কোনও রেকর্ড নেই। চিকিৎসকরা বলছেন, এই ভাইরাস প্রাণঘাতী নয়, তবে করোনার মতোই দ্রুত ছড়িয়ে পড়ে। সাধারণত শিশু এবং বৃদ্ধদের মধ্যে এই ভাইরাসে (Human Metapneumovirus) আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়। রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকলে সাবধানতা অবলম্বন করা জরুরি।

Human Metapneumovirus first attack in India

২০০১ সালে আবিষ্কৃত হয় এই এইচএমপিভি ভাইরাস (Human Metapneumovirus)। শনিবার স্বাস্থ্য মন্ত্রকের যৌথ পর্যবেক্ষক গোষ্ঠীর এক বৈঠকের পরেই স্বাস্থ্য মন্ত্রক জানায়, ‘চিনের পরিস্থিতি নিয়ে নজর রাখছে কেন্দ্রীয় সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে। ইতিমধ্যে ‘হু’ (WHO)-কে আরও তথ্য সরবরাহের অনুরোধ করা হয়েছে।’

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর