শীতের স্নানে আর নেই চিন্তা! মাত্র ১৫ মিনিটেই কাজ সারবে Human Washing Machine

বাংলা হান্ট ডেস্ক: চলছে ডিসেম্বরের পালা। হাড় কাঁপানো শীতে জর্জরিত গোটা বঙ্গ। আর এই সময় স্নান করা আর যমের দুয়ারে ঘুরে আসা দুটোই একই বিষয়। তবে এই কনকনে শীতে স্নানের ভয় থেকে বাঁচাবে নতুন একটি মেশিন (Human Washing Machine)। এই মেশিনে ঢুকলেই আপনাকে আর কষ্ট করে স্নান করতে হবে না। মেশিনই আপনাকে স্নান করিয়ে দেবে। কি শুনে অবাক লাগছে নিশ্চয়ই! তবে অবাক লাগলেও প্রযুক্তির নতুন আবিষ্কার এটি। এই খবর প্রকাশ্যে আসতেই শীত কাতুরেদের মনে লেগেছে আনন্দের দোলা। কে করেছে আবিষ্কার? কিভাবে এই মেশিন শীতের হাত থেকে বাঁচাবে দেখুন আজকের প্রতিবেদনে।

শীত কাতুরেদের জন্য তৈরি হল নতুন একটি মেশিন (Human Washing Machine):

ফের অভিনব আবিষ্কার জাপানের। সর্বদাই কোনো না কোনো নতুন আবিষ্কার নিয়ে গোটা বিশ্বকে বাকরুদ্ধ করছে জাপান। আর এবার মানুষ ধোয়ার মেশিন এনে বিস্মিত করলো সকলকে। এতদিন কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিনের কথা শুনে এসেছেন নিশ্চয়ই। তবে এবার মানুষকে ধোয়ার জন্য মেশিনে এসেছে। শুধু ধুয়ে নয় একইসাথে শুকিয়েও দেবে। যার নাম “হিউম্যান ওয়াশিং মেশিন (Human Washing Machine)।”

Human washing machine will save you from the fear of winter bathing

ঠিক কি কাজ করে “হিউম্যান ওয়াশিং মেশিন”: জাপানের সংবাদমাধ্যম অনুযায়ী, জাপানিজ সায়েন্স কোম্পানির ইঞ্জিনিয়াররা এই মেশিনটি বানিয়েছেন। এই হিউম্যান ওয়াশিং মেশিন (Human Washing Machine) AI দ্বারা নির্মিত। যার মাধ্যমে স্পা-এর মতো অভিজ্ঞতা পাওয়া যাবে। এই মানুষ ধোয়া মেশিনকে দেখতে পুরো জেট ফাইটার ককপিটের মতো। এই জেট মেশিন বিশেষ উপায় আপনার ত্বক থেকে শুরু করে চুল পুরো পরিষ্কার করে দেবে। এতে থাকা মাইক্রোস্কোপিক এয়ার বাবেলই মূলত ধোয়ার কাজ চালায়। এমনকি স্নান করানোর সময় এর মধ্যে একটি মিউজিকও চলে, যা আপনার মনকে আরো শান্ত করে তুলবে। তবে এই মেশিনের বিশেষত্ব হচ্ছে, আপনাকে ১৫ মিনিটের মধ্যে স্নান করে শুকিয়ে দেবে।

এই মেশিনটি ঠিক কিভাবে স্নান করাবে: প্রথমে এই মেশিনে (Human Washing Machine) উষ্ণ জলের মধ্যে আপনাকে ঢোকানো হবে। এরপর “স্পা”এর মেশিনে বসিয়ে দেওয়া হবে। তাতে থাকা এয়ার বাবল সিস্টেম বুদবুদ তৈরি করতে থাকবে। যদিও এই বুদবুদ তৈরি হবে সাবান কিংবা বিশিষ্ট বডি ওয়াশ দ্বারা। এরপর ওই বুদবুদের মাধ্যমে আপনার ত্বক এবং চুল থেকে যাবতীয় ময়লা বেরিয়ে যাবে। পাশাপাশি এতে থাকবে উচ্চগতির জেট, যা থেকে মেশিনে জল নির্গত হয়। এছাড়াও এতে থাকা এআই সিস্টেম মেশিনে থাকা জলের তাপমাত্রা এবং প্রেসার নির্ধারণ করে। সবমিলিয়ে একেবারে বাথটবের মতো অনুভূতি পাবেন এখানে।

আরও পড়ুনঃ খেল খতম! এবার একসাথে বিরাট ধাক্কা পেলেন আম্বানি-আদানি, বছর শেষে সামনে এল খারাপ খবর

মনকে শান্ত রাখার ক্ষমতা: এই মেশিনটি শুধু আপনার শরীর থেকে ময়লাই পরিষ্কার করবে না, আপনার মনে জমে থাকা সমস্ত ক্লান্তিও দূর করে দিতে সক্ষম। এতে থাকা বিশিষ্ট সিস্টেম আপনার মনের কথা বুঝে নেয়। আর সেই সাথে বুঝে যায় আপনার শরীরে আরামের প্রয়োজন আছে কি নেই। মানসিকভাবে আপনাকে শান্ত রাখার জন্য মেশিনের ভিতরে একটি শান্তিপূর্ণ মিউজিকও চালানো হবে। এতে করে আপনার শরীর থেকে ক্লান্তি, মনে জমে থাকা কষ্ট হয়ে যাবে দূর।

আরও পড়ুনঃ জোর ধাক্কা! কালীঘাটের কাকুর আগাম জামিনের আর্জি খারিজ করল হাইকোর্ট! আদালত বলল…

কবে থেকে এই সংস্করণটি ব্যবহার করা যাবে: জানা গিয়েছে, স্যানিও ইলেকট্রিক কোং ১৯৭০ সালে প্রথমে ভাবনাটি আনে। তবে এবার আধুনিক সংস্করণটির ওসাকা এক্সপো প্রকাশ করবে বলে সূত্রের খবর। ২০২৫-এ এই আধুনিক সংস্করণটির প্রকাশ হবে বলে জানা গিয়েছে। এই এক্সপোতে ১০০০ জন এই মেশিনের (Human Washing Machine) সুযোগ নিতে পারবে বলে জানায় সংস্থা। তবে এখনো পর্যন্ত এই মেশিনটির কত দাম কিংবা কতো তারিখের মধ্যে বাজারে আসবে তার বৃত্তান্ত কোনো কিছুই প্রকাশ্যে আসেনি। খুব শীঘ্রই এই মেশিনটির যাবতীয় তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর