সম্পূর্ণ স্বদেশী সামগ্রী দিয়ে রোবট বানিয়ে তাক লাগালেন ভারতীয় শিক্ষক, ৪৭ টি ভাষা বলতে সক্ষম ‘রোবট শালু”

বাংলা হান্ট ডেস্কঃ সাধারণত ম্যাশিন দিয়ে কথা বলানো একটি স্বপনের মত হয়। কিন্তু এই স্বপ্ন যখন সার্থক হয়ে যায়, তখন কি? কিছু এরকমই হয়েছে আইআইটি বম্বের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। সেখানকার দীনেশ পটেল নামের এক শিক্ষক এরকম এক humanoid তৈরি করেছেন, যেটা মানুষের সাথে কথা বলতে সক্ষম। এই রোবট একদম মানুষের মতই কথা বলতে পারে। ওই রোবটের নাম শালু (Robot Shalu) রাখা হয়েছে।

https://www.youtube.com/watch?v=MNJZmzA0TLY

রোবটটি হিন্দি, ইংরেজি, ভোজপুরি, মারাঠি সমেত অনেক ভাষায় কথা বলতে পারে। এই রোবট বানাতে স্বদেশী সামগ্রীর ব্যবহার হয়েছে। সবথেকে বড় বিষয় হল শালু দেশের ৯ টি আর ৩৮ টি বিদেশী ভাষায় কথা বলতে সক্ষম। রোবট নির্মাতা দীনেশ পটেল জানান, প্রায় তিন বছর ধরে তিনি এই রোবটটিকে বানিয়েছেন। আর এই রোবট বানানোর জন্য তিনি লোকাল সামগ্রীই ব্যবহার করেছেন।

রোবট শালু দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম ভালো করেই মুখস্থ করেছে। শুধু তাই নয়, মহারাষ্ট্র সমেত দেশের অন্যান্য রাজ্য গুলোর প্রসিদ্ধ জায়গা কি কারণে জনপ্রিয় সেগুলোও ভালো করে মুখস্থ করে নিয়েছে।

দীনেশ পটেল বলেন, এটা এখনো প্রোটোটাইপ, আগামী দিনে এটি আরও উন্নত হবে। এই রোবট সম্পূর্ণ ভাবে প্রস্তুত হয়ে গেলে দেশের রোবট বিকাশে বিপ্লব আনবে। পটেল অনুযায়ী, খুব শীঘ্রই এর দ্বিতীয় ভার্সন বানানোর কাজ শুরু করে দেবে সে। কিন্তু সামগ্রীর দাম বেড়ে যাওয়ার কারণে সে একটু সমস্যায় আছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর