বাংলা হান্ট ডেস্কঃ একাধিকবার বিস্ফোরক মন্তব্য করে সংবাদের শিরোনামে উঠে এসেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। আরজি কর কাণ্ডের আবহে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সমালোচনা করার পাশাপাশি তাঁদের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এবার মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ নিল আইএমএ।
বিপাকে তৃণমূলের হুমায়ুন (Humayun Kabir)?
শাসকদলের এই বিধায়কের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের বিচারপতিকে চিঠি দিল চিকিৎসকদের সংগঠন আইএমএ (IMA)। জানা যাচ্ছে, উক্ত সংগঠনের যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য সেই চিঠিতে হুমায়ুনের বিরুদ্ধে ‘থ্রেট কালচার’এর অভিযোগ করে নিজেদের নিরাপত্তা বিষয়টি উল্লেখ করেছেন।
সোমবার শীর্ষ আদালতে (Supreme Court) আরজি কর মামলার শুনানি রয়েছে। সেদিন এই বিষয়টিও উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই চিঠি দেওয়ার বিষয়টিকে হুমায়ুন বিশেষ পাত্তা দিচ্ছেন না বলে খবর। তৃণমূল বিধায়ক বলেন, ‘আমরা আইন বানাই। কোনটা আইনসঙ্গত, আর কোনটা নয় সেটা ভালো করে জানি’।
আরও পড়ুনঃ ‘উনি নিজেই ফোন করেন…’! মমতার প্রশংসায় পঞ্চমুখ, ঋতাভরী কী বললেন জানেন?
হুমায়ুন (Humayun Kabir) আরও বলেন, ‘কারোর জন্য আমায় যদি জেলে যেতে হয়, তাহলে জামিন পাওয়ার পর ৫০,০০০ লোক নিয়ে জমায়েত করব। যদি অপরাধ না করে সাজা পাই, তাহলে ফিরে এসে অপরাধ করতে কুণ্ঠাবোধ করব না’। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আইএমএ-এর যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্যও।
রঞ্জন বলেন, ‘আরজি কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ১৬-১৭ ও ১৮ নং অনুচ্ছেদে ডাক্তারদের সুরক্ষা এবং ভয়মুক্ত পরিবেশের কথা বলেছিলেন। সেখানে রাজ্যের শাসকদলের একজন বিধায়ক ক্রমাগত ডাক্তারদের হুমকি দিচ্ছেন। ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক ডাক্তারদের মারধরের হুমকিও দিয়েছেন’।
রঞ্জন বলেন, উনি আইন নিজের হাতে নিয়ে মানুষকে উস্কানি দিয়েছেন। এর জেরে চিকিৎসকদের সুরক্ষা বৃদ্ধির দাবি জানানো হলেও সেই ভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, সেই কারণে মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে একটি চিঠি দেওয়া হয়েছে’।
এদিকে আরজি করের ঘটনার প্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন এবং কর্মবিরতির একাধিকবার সমালোচনা করেছেন হুমায়ুন (Humayun Kabir)। তিনি বলেন, ‘ওদের যেমন আন্দোলন করার অধিকার রয়েছে, বাংলায় তৃণমূল কংগ্রেসেরও ৩ কোটি ভোটার আছে। ১০,০০০ যদি মাঠে নামে তাহলে কী হবে, তখন বুঝবে’। তাঁর বিরুদ্ধে ডাক্তারদের অভিযোগ আনা প্রসঙ্গে তৃণমূল এমএলএ বলেন, ‘কয়েকজন চিকিৎসক ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে এমন করছেন। ওনাদের গতিবিধির ওপর লক্ষ্য রাখছি’।