বাংলা হান্ট ডেস্কঃ মাঝে-মধ্যেই বেফাঁস মন্তব্য করে শিরোনামে আসেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন মুর্শিদাবাদের বেলডাঙায় তৈরি হবে বাবরি মসজিদ। হুমায়ুন কবীরের এই ঘোষণার পরেই মুর্শিদাবাদের প্রত্যেক বিধানসভা কেন্দ্রে রাম মন্দির তৈরির কথা জানিয়েছে বঙ্গীয় হিন্দু সেনা। তারপরেই আরও এক বিস্ফোরক দাবি করলেন হুমায়ুন কবীর। বেলডাঙায় বাবরি মসজিদের পাশেই রাম মন্দির তৈরি করার প্রস্তাব দিয়েছেন তিনি। এমনকি বঙ্গীয় হিন্দু সেনা চাইলে জমি সংগ্রহও করে দেবেন বলেও জানিয়েছেন তিনি।
বিস্ফোরক হুমায়ুন কবীর (Humayun Kabir)
বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ কিছুদিন আগেই জানিয়েছেন আগামী ২২ জানুয়ারি মুর্শিদাবাদে একটি রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এ বিষয়ে সোমবার হুমায়ুন কবীর (Humayun Kabir) জানিয়েছেন, ‘বিষয়টিকে আমি আগেও স্বাগত জানিয়েছিলাম। আবার বলছি ওই রাম মন্দির নির্মাণের জন্য যদি আমার কোন সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমি সহযোগিতা করতে প্রস্তুত।’
বেলডাঙায় বাবরি মসজিদের প্রসঙ্গ তুলে এই তৃণমূল বিধায়ক (Humayun Kabir) এদিন আরও বললেন, ‘আমি বাবরি মসজিদের জন্য জমি দেখেছি। ছয় বিঘা জমি ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। ৬ বিঘা জমি আরও দেখা হচ্ছে। বাবরি মসজিদ ট্রাস্ট গঠন করা হচ্ছে। আগামী ফেব্রুয়ারি মাসেই ওই ট্রাস্টের নামে জমি রেজিস্ট্রেশন করা হবে। এ বছরের ৬ ডিসেম্বর ঘটা করে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। একই সাথে এদিন হুমায়ুন কবীর জানিয়েছেন ওই বাবরি মসজিদের পাশেই তৈরি হবে হসপিটাল, রিসর্ট। তবে তিনি আশাবাদী আগামী ২০২৯ সালের জানুয়ারি মাসের মধ্যে বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির কাজ সম্পন্ন হবে।
আরও পড়ুন: ঝাড়গ্রামে পরবের আনন্দে, ফিকে বাঘের ভয়! ভিড় বাড়ছে মকরমেলায়
বাবরি মসজিদের পাশেই রাম মন্দির গড়ার প্রস্তাব দিয়ে হুমায়ুন কবীর (Humayun Kabir) এদিন বলেছেন, ‘যারা মুর্শিদাবাদের রাম মন্দির তৈরি করছেন, তাঁদের কাছে আমার প্রস্তাব তাঁরা যদি ওখানেই রামমন্দির তৈরী করতে চান তাহলে আমার অর্থ সাহায্যে জমি সংগ্রহ করে দেব।’
সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে হুমায়ুন কবীর এদিন বললেন, ‘বাবরি মসজিদের পাশে জমি সংগ্রহ করে আমি তাঁদের হাতে তুলে দেব। তাঁরা বানান রাম মন্দির।’ একই সাথে তিনি জানিয়েছেন,’যেটা বাংলার মানুষ আগে করে সেটা ভারতবর্ষের মানুষ পরে ভাবে। এটার ক্ষেত্রেও আমরা দৃষ্টান্ত স্থাপন করি। মুর্শিদাবাদের মানুষ হিসেবে আগের যে ইতিহাস তার পুনরাবৃত্তি করি। সম্রাট আকবর,সম্রাট সিরাজউদ্দৌলাকে আর একবার স্মরণ করি। হিন্দু-মুসলমান সম্প্রীতি বজায় রেখে বাবরি মসজিদের পাশেই রামমন্দির তৈরি করা হোক।’