বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ইউসুফ পাঠান (Yusuf Pathan) লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন বহরমপুর (Berhampore) আসন থেকে। বহরমপুরের ‘বেতাজ বাদশা’ কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করে জয়ী হয়েছিলেন ইউসুফ। তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর বিরোধীদলগুলি ইউসুফকে ‘বহিরাগত’ বলেও আক্রমণ করেছে বহুবার।
বিরোধীরা দাবি করেছিল লোকসভা নির্বাচনে জয়লাভ করলেও বহরমপুরে আসবেন না ইউসুফ। নির্বাচনের ফল প্রকাশের পর এখনো পর্যন্ত বহরমপুরে অবশ্য দেখা যায়নি ইউসুফকে। এবার এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুললেন তাঁর দলেরই বিধায়ক হুমায়ূন কবীর। হুমায়ূন বলছেন, ভোটে জয়ী হয়েছেন ইউসুফ। তাঁর উচিত এবার এলাকায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলা।
আরোও পড়ুন : পাল্টে যাচ্ছে AC, ফ্রিজ, টিভির ওয়ারেন্টির নিয়ম! এবার আরও টাকা বাঁচবে ক্রেতাদের
সিরাজউদ্দৌলার সেনাপতি মীরমদনের মৃত্যু দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রেজিনগরের ফরিদপুরে। তৃণমূল বিধায়ক হুমায়ূন কবির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিথি হিসাবে। এই অনুষ্ঠানেই তিনি বলেন, নির্বাচনের ফল প্রকাশের পর ইউসুফ পাঠান ৫ তারিখ গুজরাট চলে গিয়েছেন। তারপর থেকে তিনি আসেননি এখানে।
আরোও পড়ুন : প্রথমে সম্মতি জানিয়েও SCO সম্মেলনে আচমকাই মত পরিবর্তন মোদীর, চিনের সাথে ফের বাড়বে দূরত্ব?
তৃণমূল বিধায়কের বক্তব্য, ইউসুফ পাঠানকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এলাকার বাসিন্দারা। ইউসুফের উচিত এবার এলাকায় এসে মানুষের সাথে জনসংযোগ তৈরি করা। হুমায়ূন এই অনুষ্ঠান মঞ্চে দাবি করেছেন, বহু মানুষ তাঁকে জিজ্ঞাসা যে কবে এলাকায় আসবেন ইউসুফ। এই অনুষ্ঠান মঞ্চ থেকে তৃণমূল বিধায়ক বলেন যে এই প্রশ্ন বারবার শুনতে শুনতে তিনি রীতিমতো বিরক্ত।
ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবির এদিন দলের জেলা নেতৃত্বকেও আক্রমণ করেন। তাঁর কথায়, এমন জেলায় তিনি বাস করেন যেখানে পাশে পান না দলের কাউকে। পিছন থেকে অনেকেই ছুরি মারে তাঁকে। অন্যদিকে, জেলা কংগ্রেস সমর্থন করেছে তৃণমূল বিধায়ক হুমায়ূন কবিরের বক্তব্যকে। কংগ্রেস জানিয়েছে, ইউসুফ জেতার পর এলাকায় আসবেন কিনা তা নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিল। সেটা নিয়ে এখন নিজের দলেই প্রশ্ন উঠছে।