জল্পনার অবসান! অবশেষে রাজনীতিতে নাম লেখালেন চন্দননগরের প্রাক্তন কমিশনার হুমায়ুন কবীর

বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগেই কর্মজীবন থেকে অবসর নিয়েছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর। অবসরের আর কয়েক মাস বাকি থাকার আগেই তিনি নিজে থেকেই অবসর নিয়ে নিয়েছিলেন। আর তখন থেকেই জল্পনা উঠেছিল যে তিনি রাজনৈতিক দলে যোগ দিতে পারেন। এমনকি তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থীও হতে পারেন।

আর সেই জল্পনার অবসান হল আজ। চন্দননগরের প্রাক্তন পুলিশ কমিশনার আজ পূর্ব বর্ধমানের কালনায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় অংশ নিয়েছিলেন। আর সেখান থেকেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। প্রসঙ্গত, চন্দননগরের প্রাক্তন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর কর্মরত থাকাকালীনই ওনার স্ত্রী তৃণমূলে যোগ দিয়েছিলেন। আর আজ তিনি নিজে তৃণমূলে যোগ দিলেন।

অবাধে কয়লা, গরু পাচার কাণ্ডে রাজ্যের অনেক পুলিশ কর্তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI এর নজরে ছিল। শোনা গিয়েছিল যে হুমায়ুন কবীরের উপর নজর রাখছে CBI। এরপরই তিনি নিজের পদ থেকে সরে দাঁড়ান। এই নিয়ে চলছিল অনেক জল্পনাও। আর এবার তিনি তৃণমূলে যোগ দিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটান।

Koushik Dutta

সম্পর্কিত খবর