‘এই প্রশাসন চুপ কেন? দলের থেকে আমার কমিউনিটি আগে’, বিস্ফোরক হুমায়ুন কবীর

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী করা বিতর্কিত মন্তব্যের জেরে তোলপাড়  বঙ্গ-রাজনীতি। সংখ্যালঘু প্রসঙ্গে বিরোধী দলনেতার ওই মন্তব্যের প্রতিবাদে পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বুধবার বিতর্কের মুখে পড়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। তারপরেই ঘরশাসন করে ওই ঘটনায় হুমায়ুন কবীরকে সতর্ক করেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আবার বেফাঁস মন্তব্য করলেন হুমায়ুন কবীর (Humayun Kabir)

তারপরও ঝাঁঝ কমেনি হুমায়ূনের (Humayun Kabir) মন্তব্যের। একেবারে নিজস্ব ভঙ্গিতেই আবার সরব হয়েছেন তিনি। গোটা ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি এদিন তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘দলের থেকে আমার কমিউনিটি আগে’! বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে একহাত নিয়ে হুমায়ুন এদিন বলেছেন, ‘শুভেন্দু অধিকারী এত বড় কথা বলার পরেও প্রশাসন চুপ। যখন আমরা কিছু বলি তখন তড়িঘড়ি ব্যবস্থা নেয় প্রশাসন।’ তারপরেই হুঁশিয়ারি দিয়ে এদিন হুমায়ূনের প্রশ্ন, ‘আজ প্রশাসন চুপ কেন? দলের থেকে আমার কমিউনিটি আগে, আমাদের কমিউনিটিতে এরকম কথা বললে আমরা ছেড়ে কথা বলব না।’

প্রসঙ্গত ভরতপুরের এই তৃণমূল বিধায়কের (Humayun Kabir) মুখে বিতর্কিত মন্তব্য নতুন নয়। বিভিন্ন বিষয়ে হামেশাই বেফাঁস মন্তব্য করতে শোনা যায় তাঁকে। শাসকদলের বিধায়ক হিসেবে এদিন হুমায়ুন যেভাবে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাতে আবার আর নতুন করে জল্পনা তৈরি হয়েছে। এছাড়াও দলনেত্রী তথা স্বয়ং মুখ্যমন্ত্রী সাবধান করার পরও তিনি এই বিষয়ে মন্তব্য করায় এবার তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গেরও অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: দুর্নীতিতে জড়িয়েছে নাম! সেই ব্যক্তিই সরকারের বিশেষ পদে! বিরাট নির্দেশ হাইকোর্টের

স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই এদিন হুমায়ুন (Humayun Kabir) বললেন, ‘এভাবে আমার কমিউনিটি নিয়ে কেউ বললে আমি তো চুপ থাকতে পারি না।’ একইসাথে তাঁর দাবি,’হয় শুভেন্দু অধিকারী নিজের বক্তব্য প্রত্যাহার করবে না হলে মুর্শিদাবাদে গেলে আমি বুঝে নেব।’

Humayun Kabir TMC

প্রসঙ্গত  হুমায়ুনের পাশাপাশি সিদ্দিকুল্লা চৌধুরীও আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতাকে। যার জেরে বুধবার বিধানসভার সচিবকে চিঠি দিয়ে নিরাপত্তাহীনতার কথা জানিয়েছিলেন শুভেন্দু। বুধবার বিধানসভা অধিবেশনেও ওই প্রসঙ্গ উঠলে মুখ্যমন্ত্রী নিজেই জানান, এই ধরনের মন্তব্য না করার জন্য তিনি হুমায়ুন এবং সিদ্দিকুল্লা চৌধুরীকে সতর্ক করেছেন। স্বয়ং তৃণমূল সুপ্রিমোর এই নির্দেশ মেলার পরেও হুমায়ুন নিজের মন্তব্যে অনড় থাকায় এখন দেখার দল তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয় কিনা! যা নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে বিভিন্ন মহলে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর