ভোটের আগে ইস্তফা দিলেন চন্দননগরের CP হুমায়ুন কবীর, রাজনীতিতে নামবেন তিনি?

বাংলা হান্ট ডেস্কঃ রাজনৈতিক নেতা, মন্ত্রীরা তো পদত্যাগ করছেনই এবার পদত্যাগ করলেন চন্দননগরের পুলিশ কমিশনারেটের সিপি হুমায়ুন কবীর। ওনার পরিবর্তে এবার চন্দননগরের দায়িত্ব নিচ্ছেন গৌরব শর্মা। নতুন কমিশনার আগামীকাল সকাল ১০ টার মধ্যে নিজের দায়িত্ব বুঝিয়ে নেবেন। আচমকাই কেন পদত্যাগ করলেন হুমায়ুন কবীর সেটা এখনো জানা যায়নি। তিনি রাজনীতিতে আসছেন কি না, আগামী বিধানসভা নির্বাচনে তিনি কোনও দলের হয়ে ভোটের ময়দানে লড়ছেন কি না সেটা এখনো স্পষ্ট নয়।

সম্প্রতি হুগলী জেলার কিছু পুলিশ কর্তার উপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI এর নজর রয়েছে। কয়লা এবং গরু পাচার কাণ্ডে যুক্ত থাকার জেরেই হুগলীর পুলিশ কর্তাদের উপর নজর রাখছে CBI। আর CBI এর তদন্ত চলাকালীন চন্দননগরের পুলিশ কমিশনারেট হুমায়ুন কবীরের পদত্যাগ নিয়ে জোর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে IPS মহলে।

সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী তিনি আগামী ১ লা ফেব্রুয়ারি নিজের অবস্থান স্পষ্ট করবে। আগামী দিনে রাজনীতির ময়দানে নামবেন কিনা সেটাও সেদিনই জানা যাবে। আরেকদিকে, ওনার অবস্থান স্পষ্ট করার আগেই রাজ্য সফরে আসছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে তৃণমূলের অনেকেই বিজেপিতে যোগ দেবেন। আর এহেন পরিস্থিতিতে প্রাক্তন পুলিশ কর্তা রাজনীতিতে যোগ দেবেন কি না সেটা নিয়ে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

কর্মজীবন থেকে অবসর পাওয়ার মাত্র দুদিন আগেই নিজের পদ ছেড়ে দেন হুমায়ুন কবীর। আর এই কারণে উনি পদ্মশিবিরে নাম লেখাচ্ছেন কিনা, সেটা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তবে কানাঘুষো হচ্ছে যে হুমায়ুনবাবু নিশ্চিতভাবে রাজনীতির ময়দানে নামছেন। তবে তিনি ঘাসফুলে যাবেন, না পদ্মফুলে সেটা ১ ফেব্রুয়ারিই জানা যাবে।

Koushik Dutta

সম্পর্কিত খবর