লকডাউনে মদ কিনতে লম্বা লাইন সুরা প্রেমীদের, অন্যদিকে চিন্তায় সাধারন মানুষ

বাংলাহান্ট ডেস্কঃ আগামীকাল থেকেই রাজ্যজুড়ে ‘কার্যত লকডাউন”। ৩০ মে পর্যন্ত এই লকডাউন জারি থাকবে। এরপর সংক্রমণের হার অনুযায়ী আগামী সিদ্ধান্ত নেওয়া হবে। এই লকডাউনে বাস, ট্রেন, মেট্রো, ফেরি, অটো সহ সমস্ত গণপরিবহণ বন্ধ থাকবে। তবে জরুরী ভিত্তিতে ট্যাক্সি চালানো যাবে। এছাড়াও রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত জারি থাকবে নাইট কারফিউ। সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত বাজার, মুদির দোকান, খুচরো দোকান খোলা থাকবে। এছাড়াও সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিষ্টির দোকান খোলার অনুমতি দিয়েছে সরকার।

লকডাউনের মধ্যে বন্ধ থাকবে সমস্ত মদের দোকান। আর গতবারের মতো এবার যেন মদের অভাব না হয়, সেই কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ মদের দোকানে লম্বা লাইন দেখা গিয়েছে। আজ সন্ধে ৭টা পর্যন্ত দেশি-বিদেশি সমস্ত মদের দোকানই খোলা ছিল। আর সেই সুযোগে সুরা প্রেমীরা মদের দোকানে লম্বা লাইন দিয়ে মদ কিনেছেন।

একদিকে রাজ্যের বহু মানুষ ভাবছেন, আগামী ১৪ দিন সংসার চালাব কি করে? তখন মদের দোকানে মদ কেনার হুড়োহুড়ির ছবি ধরা পড়ল। শুধু কলকাতাই না, গোটা রাজ্যে একই চিত্র ধরা পড়েছে। এই ঘটনার ভিডিও করে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন। সুরা প্রেমীদের দাবি, লকডাউনে মদের দাম অস্বাভাবিক ভাবে বেড়ে যায়। গতবার ২ গুণ, ৩ গুণ টাকা দিয়ে মদ কিনতে হয়েছিল। আর সেই কারণেই এবার আগে থেকেই মদ তুলে রাখা হচ্ছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর