শক্তি বাড়িয়ে হ্যারিকেনে পরিণত Isaias, আতঙ্কে কয়েক কোটি মানুষ : আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক, আবহাওয়া : করোনা আবহে ফের একবার সংহারক রূপ নিল আবহাওয়া (weather)। ক্রান্তীয় ঝড় Isaias মারাত্মক শক্তি সঞ্চয় করে পরিনত হয়েছে হ্যারিকেনে। ইতিমধ্যেই তা উত্তর ক্যারোলিনায় আছড়ে পড়েছে বলে খবর৷ প্রবল বৃষ্টিপাত ও প্রবল হাওয়ার দাপট বাড়ছে মার্কিন উপকূল গুলিতে।

images 4 44

পূর্বাভাস ছিল অনেক আগে থেকেই। উত্তর ক্যারোলিনা ও অন্যান্য উপকূল অঞ্চল থেকে ইতিমধ্যেই প্রচুর মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে মার্কিন প্রশাসন। গত কয়েকদিন ধরে যুদ্ধকালীন তৎপরতায় এই কাজ করা হয়েছে।

asfoln

সোমবার রাতে উত্তর ক্যারোলিনার Isle বিচে বিপুল শক্তি নিয়ে ল্যান্ডফল করে ভয়ংকর এই হ্যারিকেন। এর ফলে নিউইয়র্ক, ওয়েস্টার্ন নিউ ইংল্যান্ড, নিউ হ্যাম্পশায়ার অঞ্চলে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সে দেশের আবহাওয়া দপ্তর।

images 3 46

পাশাপাশি আবহাওয়া দপ্তর আশঙ্কা করছে হরপা বানের। ইতিমধ্যেই এই মর্মে সতর্কতা জারি করা হয়েছে। ফ্লোরিডা , নর্থ ক্যারোলিন ও সাউথ ক্যারোলিনের জন্য একাধিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে হোয়াইট হাউসের তরফে৷ বিশেষজ্ঞদের দলও গঠন করেছে মার্কিন প্রশাসন।

জানা যাচ্ছে, ঘণ্টায় ৮৫ কিলোমিটার বেগে তীরে আছড়ে পড়ে ঝড়টি। প্রথমদ ক্রান্তীয় ঝড় থাকলেও আচমকাই শক্তিবৃদ্ধি করে হ্যারিকেনে পরিণত হয় Isaias.

today weather report 39

পাশাপাশি,   উত্তর বঙ্গোপসাগরে মঙ্গলবার নিম্নচাপ তৈরি হওয়া নিম্নচাপের কারণে মৌসুমী অক্ষরেখা আরো শক্তি সঞ্চয় করবে।আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উপকূল সংলগ্ন অঞ্চলগুলিতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঝোড়ো হাওয়া। যার জেরে সমুদ্র উপকূলবর্তী এলাকায় জারী করা হয়েছে সতর্কতা। মৎস্যজীবীদের মঙ্গলবার থেকে উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

সম্পর্কিত খবর