স্ত্রীর অত্যাচারের থেকে বাঁচতে থানায় আগুন লাগাল স্বামী, চায় দীর্ঘদিনের জেলের সাজা

বাংলা হান্ট ডেস্কঃ স্ত্রীর অত্যাচার নিয়ে কথা উঠলে সাধারণত অনেক ক্ষেত্রেই পুরুষরা হাসির পাত্রে পরিণত হন। কিন্তু এধরনের ঘটনাও একই রকম মারাত্মক হতে পারে স্ত্রীর উপর পুরুষের অত্যাচারের মতই। অন্তত তেমনই এক দৃষ্টান্ত এবার সামনে এলো গুজরাটে। স্ত্রীর অত্যাচার এতই প্রবল যে তার থেকে জেল হাজতকেই বেশি শ্রেয় মনে করলেন স্বামী। কিন্তু কি করে দীর্ঘ সময়ের জন্য জেলে যাওয়া যায়? ভেবেচিন্তে শেষ পর্যন্ত পুলিশ থানায় আগুন লাগানোর সিদ্ধান্ত নেন তিনি।

এই ঘটনা রীতিমতো হতবাক করে দিয়েছিল রাজকোটের গান্ধীগ্রাম থানার পুলিশ অফিসারদের। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি শুধু থানায় আগুনই লাগাননি গ্রেপ্তার হওয়ার জন্য ঘটনাস্থলেই দাঁড়িয়ে ছিলেন। আপাতত তাকে আইপিসি ৪৩৬ ধারায় সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। গান্ধীগ্রাম থানার ইন্সপেক্টর খুমান সিং বলেন, “যে ব্যক্তি বজরং ওয়াদিতে পুলিশ চৌকিতে আগুন লাগিয়েছে তার নাম দেবজি ওরফে দেব চাভদা। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই অর্থনৈতিক কারণে স্ত্রীর সঙ্গে ঝগড়া চলছিল তার। আর সেই কারণেই স্ত্রীর হাত থেকে বাঁচতে এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি।”

পুলিশ আরও জানিয়েছে ঘটনার কথা নিজেই স্বীকার করেছেন দেবজি। দেবজি বলেন, স্ত্রীর অত্যাচারে তিনি অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। যার জেরে তার কাছে আর কোন উপায় ছিল না। তিনি চাইছিলেন দীর্ঘ সময়ের জন্য জেলে থাকতে। আর সেই কারণেই থানায় আগুন লাগানোর সিদ্ধান্ত নেন তিনি।

৪৩৬ ধারা অনুযায়ী সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগের ওই ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর জেল হতে পারে। এখন আদালতে বিষয়ে কি সিদ্ধান্ত নেন, সেদিকে নজর থাকবে সকলের। কিন্তু দেবজির কান্ড দেখে যে সকলেই হতবাক এ নিয়ে কোন সন্দেহ নেই।

 

Abhirup Das

সম্পর্কিত খবর