স্ত্রীকে খুনের দায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ সিউড়ি আদালতের

 

সৌগত মন্ডল, রামপুরহাট-বীরভূম

(সিউড়ি-বীরভূম):-আইনজীবী সূত্রে জানা গেছে, সদাইপুর থানার তিলেডাঙাল গ্রামের বাসিন্দা নুরজাহানের সাথে খয়রাশোল থানা এলাকার কেন্দ্র গড়িয়া গ্রামের বাসিন্দা শেখ রাজেশ এর সাথে বিবাহ হয়। এরপর ২০১৭সালের ১১ ই নভেম্বর রাজেশ তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসে।

 

সেখানে রাতে খাওয়া দাওয়ার পর ওষুধ খাওয়াকে কেন্দ্র করে তার স্ত্রী নুরজাহানের সাথে অশান্তি শুরু হয়। তখন রাজেশ নুরজাহানের গলায় পা দিয়ে খুন করে বলে অভিযোগ।

5d93a img 20190531 wa0016

সেই মামলা রাজেশ কে দোষী সাব্যস্ত করল সিউড়ির জেলা আদালত। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের জেল।

সম্পর্কিত খবর