স্বামী স্ত্রীর কথা কাটাকাটি চরমে, স্ত্রীর সঙ্গে ৮ মাসের গর্ভস্থ সন্তানকে হত্যা ব্যক্তির!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : স্বামী স্ত্রীর দাম্পত্য বিবাদ চরমে। তাতেই বলি (Murder) আট মাসের গর্ভস্থ ভ্রুণ। গর্ভাবস্থার আট মাস চলছিল স্ত্রীর। হঠাৎই একদিন দাম্পত্যকলহের মাঝে ক্রোধ মাত্রা ছাড়ায় স্বামীর। আচমকাই স্ত্রীর গলা টিপে ধরেন তিনি। আকস্মিক এই ঘটনায় প্রাণ হারান গর্ভবতী ওই মহিলা। আর মায়ের সঙ্গে সঙ্গে চির ঘুমের দেশে তলিয়ে যায় আট মাসের গর্ভস্থ সন্তানও। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

অন্ধ্রপ্রদেশে গর্ভবতী স্ত্রীকে খুন (Murder) স্বামীর

জানা গিয়েছে, মৃত মহিলার নাম অনুষা। তাঁর বয়স ছিল ২৭ বছর। স্বামী জ্ঞানেশ্বর এর সঙ্গে হঠাৎ করেই একদিন কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন তিনি। বিবাদের মাঝে রাগে নিজের মাথা ঠিক রাখতে পারেননি জ্ঞানেশ্বর। আচমকাই স্ত্রীর গলা টিপে (Murder) ধরেন তিনি। ঘটনার আকস্মিকতায় শ্বাসরোধ হয়ে জ্ঞান হারান অনুষা।

Husband murder pregnant wife in this state

স্বামীই নিয়ে যান হাসপাতালে: স্ত্রী জ্ঞান হারালে টনক নড়ে জ্ঞানেশ্বর এর। সঙ্গে সঙ্গে স্ত্রী অনুষাকে নিয়ে হাসপাতালে ছোটেন তিনি। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন অনুষাকে। উল্লেখ্য, মাত্র কিছুদিন আগেই ঘটা করে সাধ খাওয়ানো হয়েছিল। সবকিছু ঠিকই চলছিল। হঠাৎ করেই ঘটে গেল অঘটন।

আরো পড়ুন : ওয়াকফ অশান্তিতে মৃত ৩, গ্রেফতার ২২১, ‘হটস্পট’ মুর্শিদাবাদ নিয়ে এবার বড় সিদ্ধান্ত জাতীয় মানবাধিকার কমিশনের

গ্রেফতার হয়েছেন স্বামী: জানা যাচ্ছে, স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার পর জ্ঞানেশ্বরই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তাঁকে। এমনকি চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করায় থানায় গিয়ে খুনের (Murder) জন্য আত্মসমর্পণও করেন জ্ঞানেশ্বর। তাঁকে গ্রেফতার করা হয়েছে। ময়না তদন্তের পাঠানো হয়েছে অনুষার দেহ। ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে।

আরো পড়ুন : বোমা-পিস্তল দেখিয়ে সর্বস্ব লুট, ছাগল পর্যন্ত ছাড়েনি! নববর্ষে সর্বহারা বেতবোনা-জাফরাবাদের বাসিন্দারা

জানা গিয়েছে, তিন বছর আগে বিয়ে হয় অনুষা এবং জ্ঞানেশ্বরের। পরস্পরকে ভালোবেসেই বিয়ে করেছিলেন দুজনে। বিশাখাপত্তনমের পিএম পালেমের কাছে একটি ফাস্ট ফুডের দোকান চালান জ্ঞানেশ্বর। বিয়ের পর থেকেই নাকি দুজনের মধ্যে বিবাদ লেগেই থাকত। কিন্তু হঠাৎ এমন ঘটনা ঘটে যাবে তা হয়তো কেউই ভাবেননি। এই খুনের ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X