বিয়ের পরদিনই স্ত্রীর ধর্ষণের ভিডিও দেখে, যুবতীকে ঘরছাড়া করল স্বামী

বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেক মেয়েরই যেমন বিয়ে করার স্বপ্ন থাকে, তারও স্বপ্ন ছিল যে একটা সংসার হবে, স্বামী ভালবাসবে তাকে, কিন্তু বিয়ের পরদিনই যেন স্বপ্নভঙ্গের দূত তেড়ে এলো তার কাছে। বিয়ের আগে সদ্য বিবাহিতা স্ত্রী’কে ধর্ষণ করেছিল এক যুবক, আর সেই কুকর্মের করে রেখেছিল ভিডিয়োও। সদ্য বিবাহিতা স্ত্রীর স্বামীর মোবাইলে সেই ভিডিও পাঠিয়ে দেয় ওই যুবক। যার ফলে তাঁকে ঘরছাড়া হতে হয় বিয়ে হতে না হতেই।
d9f9b img 20190602 wa0014
উত্তরপ্রদেশের বরেলিতে ঘটেছে ঘটনাটি। জানা গিয়েছে, বিয়ের কিছুদিন আগেই এক বন্ধুর বাড়িতে গিয়েছিল ওই যুবতী। সেখানেই ওই বন্ধুর দাদা চায়ের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে যুবতীকে ধর্ষণ করে সংজ্ঞাহীন অবস্থায়। এমনকী করে রাখে ভিডিয়োও।

এরপর অন্য এক যুবকের সঙ্গে ওই যুবতীর বিয়ে হয়। আর ওই যুবক বিয়ের পরদিনই ধর্ষণ ভিডিয়ো পাঠিয়ে দেয় নতুন স্বামীর কাছে। স্বামী সেই ভিডিও দেখার পর, বাড়ি থেকে বের করে দেয় যুবতীকে। থানায় অভিযোগ জানালে অভিযুক্তকে একটু বকাঝকা করেই ছেড়ে দেয় থানার ভারপ্রাপ্ত অফিসার। কিন্তু মহিলা দমে যাননি তাতেও, পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হন তিনি। এরপরই উপযুক্ত ধারায় মামলা রুজু করা হয় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে।

সম্পর্কিত খবর