পুরুষ প্রেমিককে নিয়ে একই বিছানায় স্ত্রীর সঙ্গে সহবাস শিক্ষক স্বামীর, পুলিশে গেলেন নির্যাতিতা

নিজের বিবাহিত বউ এর সাথে যৌন নির্যাতন তাও আবার কিনা প্রেমিককে সঙ্গে নিয়ে! এমন ঘটনার কথা শুনলে যে কোনো মানুষের চোখ কপালে উঠতে বাধ্য। তবে এ ঘটনাটি সত্যি এবং তা ঘটেছে খোদ ডায়মন্ড হারবারের রাজারতালুক অঞ্চলে। অভিযোগ পেয়ে পুলিশ এসে অভিযুক্তদের গ্রেফতার করেছে বলে জানা গেছে। কি ঘটছে আসলে?

সূত্রের খবর, অভিযোগকারিণী মহিলাটির আট মাস পূর্বে ধনঞ্জয় নামক ব্যাক্তির সাথে বিবাহ হয়। বাড়ি থেকে সম্বন্ধ করে তাদের বিয়ে স্থির করা হয়। ধনঞ্জয় পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বিয়ের পর তারা সুখে সংসার করতে থাকে তবে তখন মহিলাটির বুঝতেও পারেনি যে তার জন্য অপেক্ষা করে রয়েছে এক ভয়ানক ষড়যন্ত্র! স্বামী ধনঞ্জয় শুভঙ্কর জানা নামের এক ব্যক্তিকে তার ভাই বলে পরিচয় দেয় এবং তাদের বাড়িতে একসাথে বসবাস করে। তবে বর্তমানে জানা গেছে, আদতে সেই ব্যক্তিটি তার ভাই নয় বরং তার প্রেমিক।

বিয়ের কিছুদিন পরেই সামনে আসে স্বামীর আসল রূপ। সে তার প্রেমিককে সঙ্গে নিয়ে বিছানায় তার স্ত্রীর সঙ্গে যৌনলীলায় মাতে এবং মহিলাটির আপত্তি সত্ত্বেও তাকে যৌন নির্যাতন থেকে পাশবিক অত্যাচার করতে থাকে। এরপর অভিযোগকারিণী শশুর বাড়ি থেকে পালিয়ে বাপের বাড়ি যেতে বাধ্য হয়। প্রথমে সে একটি মহিলা সমিতিতে গিয়ে ওঠে এবং পরবর্তীতে স্থানীয় থানার পুলিশের কাছে গিয়ে স্বামী এবং ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপরই আসরে নামে পুলিশ। মহিলাটির শ্বশুরবাড়ি গিয়ে ধৃতদের গ্রেফতার করা হয়।

1647544672 abuse wife

ঘটনাটি জানার পর মহিলা সমিতির সদস্য এবং স্থানীয় তৃণমূল নেতা মহিলাটির সাহায্য করেছে বলে সূত্রের খবর। তৃণমূল নেতাটি ধৃতদের উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি তুলেছেন। যদিও স্বামী ধনঞ্জয় এসব অভিযোগে গুরুত্ব দিতে নারাজ। তার মতে, তার বউয়ের মাথার অবস্থা ভালো নয়, সে মাঝে মাঝে সম্পত্তির ভাগ চায় এবং তা না পেয়ে উল্টে সে তাকে এবং ওই ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টা করছে বলি ধনঞ্জয়ের অভিযোগ।

Sayan Das

সম্পর্কিত খবর