লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাতানোয় মারধর স্ত্রীর! অভিমানে আত্মহত্যার চেষ্টা রায়াগঞ্জের যুবকের

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লক্ষীর ভান্ডার প্রকল্পে (Laxmir Bhandar Scheme) মাসে মাসে নগদ  টাকা পেয়ে  উপকৃত হচ্ছেন আমাদের রাজ্যের হাজার হাজার মহিলা।তবে এবার এই লক্ষীর ভান্ডারের টাকা নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে দেখা গেল চরম দাম্পত্য কলহ। ঘটনার  জেরে অভিমানী স্বামী এদিন  আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিলেন বলে খবর।

ঘটনাটি ঘটেছে রায়গঞ্জে। অভিযোগ সেখানে এক মহিলার লক্ষ্মী ভান্ডারের হাজার টাকা হাতিয়ে নিয়েছিলেন তার স্বামী। জানতে পারার মাত্রই মাথায় রাগ চেপে গিয়েছিল ওই মহিলার। তাই সোমবার স্বামী বাড়ি যেতেই তাকে প্রথমে গালাগালি দিতে শুরু করে দেন ওই মহিলা। শুধু তাই নয় লক্ষ্মীর ভান্ডারের হাজার টাকার জন্য এদিন স্বামীকে মারধর-ও করেন ওই মহিলা।

স্ত্রীর কাছে এভাবে অপমানিত হয়ে রাতেই চলন্ত লরির সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল ওই যুবক। প্রসঙ্গত  ২০২১-এর ফেব্রুয়ারিতেই রাজ্যজুড়ে চালু করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই সরকারি প্রকল্পের অধীনে  রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা সরকারের কাছে থেকে মাসে মাসে আর্থিক সহায়তা পেয়ে পারেন।

আরও পড়ুন: চব্বিশে ঘুরে গেল ‘খেলা’! বাংলায় সবুজ ঝড়, সবুজ আবীরে মেখে সেলিব্রেশন শুরু TMC কর্মী সমর্থকদের

রাজ্যে বসবাসকারী প্রত্যেক পরিবারের মহিলা সদস্য এই সুবিধা পাচ্ছেন।  ২৪-এর লোকসভা নির্বাচনের আগেই এই প্রকল্পের টাকা বাড়িয়েছে রাজ্য সরকার। যার ফলে এই প্রকল্পে সাধারণ পরিবারের মহিলারা প্রতি মাসে ৫০০ টাকার পরিবর্তে এখন ১০০০ টাকা করে পাচ্ছেন।  আর তপশিলি জাতি, আদিবাসী এবং জনজাতি পরিবারের মহিলারা মাসিক ১০০০ টাকার পরিবর্তে পাচ্ছেন ১২০০ টাকা।

Lakhmirbhandar

কারা আবেদন করতে পারবেন না?

যে সমস্ত মহিলা সরকারি বা কোনও সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থায় চাকরি করেন তারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন না । তাছাড়া যারা  কোনও স্থানীয় স্বশাসিত সংস্থা বা সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান  থেকে মাসিক মাইনে পান তারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর