ভারতের এই ২ শহরের মুসলিমরা বিশ্বকাপে পাকিস্তানের হয়ে গলা ফাটাবে! মন্তব্য প্রাক্তন পাক ক্রিকেটারের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে হায়দ্রাবাদে দর্শকশূন্য স্টেডিয়ামে পাকিস্তান (Pakistan Cricket Team) একটি প্রস্তুতি ম্যাচ খেলছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এশিয়া কাপের পর তারা প্রথমবার মাঠে নেমেছে। বিশ্বকাপের (2023 ODI World Cup) আগে নিজেদের পরিকল্পনাগুলো একবার ঝালিয়ে নেওয়ার জন্য গত বিশ্বকাপের রানার্স আপদের মুখোমুখি হয়েছেন বাবর আজমরা। টস জিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজম প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

দুই দিন আগে পাকিস্তানের ক্রিকেট দল ভারতের মাটিতে পা রেখেছে। হায়দ্রাবাদ বিমানবন্দর থেকে দল বাইরে আসার পর উষ্ণ অভ্যর্থনা পেয়েছে ভারতীয় সমর্থকদের কাছ থেকে। জমকালোভাবে তাদের বরণ করে নেওয়া হয়েছে ভারতীয় হোটেলে। তাদের সুবিধা অনুযায়ী খাওবার এবং প্রস্তুতির ব্যবস্থাও করে দেওয়া হয়েছে।

পাকিস্তান গোটা টুর্নামেন্টে চেন্নাই, কলকাতা, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এবং আহমেদাবাদ এই পাঁচটি শহরে নিজেদের বিশ্বকাপের ম্যাচগুলি খেলবে। এবার তার মধ্যে দুটি শহর নিয়েই একটি বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেটের মুস্তাক আহমেদ। তার বক্তব্য অনুযায়ী ভারতের মাটিতে ভারতের চেয়ে বেশি সমর্থন পাবে পাকিস্তান।

আরও পড়ুন: বিমানবন্দরে পাকিস্তানি পতাকা ওড়াচ্ছিলেন! পাকিস্তানের জনপ্রিয় ‘বশির চাচা’-কে রুখে দেয় পুলিশ

প্রাক্তন পাক ক্রিকেটার বলেছেন, “তাদের (ভারতের) দুটি শহর, আহমেদাবাদ এবং হায়দ্রাবাদে মুসলিম জনসংখ্যা খুব বেশি। এই কারণে বিমানবন্দরের বাইরে এমনকি হোটেলের বাইরেও তাদের যেভাবে স্বাগত জানানো হয়েছে তা আপনি নিশ্চয়ই দেখেছেন। মাঠের মধ্যেও এমন হবে। আপনার কোনো সংবাদদাতা বা আমাদের খেলোয়াড় বিষয়টা দেখে নিশ্চয়ই অভিভূত হয়েছেন।”

আরও পড়ুন: তারকা অলরাউন্ডার বাদ! গত ৬ বছরে মাত্র ৩টি ODI খেলা তারকাকে বিশ্বকাপের ভারতীয় দলে নিলো BCCI

যে সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি কথা বলছিলেন তারাও এই বিষয়টির সঙ্গে সহমত হয়েছেন। যদিও মাঠের মধ্যে ভারতের বিরুদ্ধে ম্যাচ থাকলে পাকিস্তানের ক্রিকেটাররা সাপোর্ট পাবেন কিনা সেই নিয়ে তিনি কিছুটা উদ্বেগ প্রকাশ করেছিলেন। সঙ্গে পাকিস্তানের মহিলা ক্রিকেটার ইরাম জাভেদ বলেন, “পুরো মার্চ না হলেও ওখানে এমন কিছু মানুষ অবশ্যই উপস্থিত থাকবেন যারা ভারতের বদলে পাকিস্তানকে সাপোর্ট করবেন।”

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর