হায়দ্রাবাদে ৭৮ টি আসনে এগিয়ে গেল বিজেপি, ১ টি আসনে জয় হাসিল করল AIMIM

UPDATE: হায়দ্রাবাদের পুরসভা নির্বাচনে ৭৮ টি আসনে এগিয়ে গেল বিজেপি। ৩২ টি আসনে এগিয়ে TRS। ১৭ টি আসনে এগিয়ে আছে AIMIM। কংগ্রেস এগিয়ে মাত্র ১ টি আসনে। AIMIM ১ টি আসনে জয়লাভ করেছে।

Hyderabad Election Results:  গ্রেটার হায়দ্রাবাদ পুরসভা (GHMC) নির্বাচনের জন আজ শুক্রবারের দিন খুবই গুরুত্বপূর্ণ। আজ পুরসভার নির্বাচনের গণনা চলছে। পুরসভার ১৫০ ওয়ার্ডের জন্য ১ হাজার ১২২ জন প্রার্থী নিজেদের ভাগ্য পরীক্ষায় নেমেছিল। এবারের গ্রেটার হায়দ্রাবাদের পুরসভার নির্বাচনের গুরুত্ব এরজন্য সবথেকে বেশি, কারণ এবার কেন্দ্রের বিজেপি (Bharatiya Janata Party) সরকার এই নির্বাচনে সম্পূর্ণ শক্তি লাগিয়েছে। আর এখন এটাই দেখার বিষয় যে, আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) আর রাজ্যের শাসক দল TRS পুরসভায় নিজেদের কবজা বজায় রাখে, না বিজেপি প্রথমবার তাদের জয়ের ধ্বজ ওড়ায়।

২০১৬ এর গ্রেটার হায়দ্রাবাদ পুরসভার নির্বাচনে TRS ১৫০ টি ওয়ার্ডের মধ্যে ৯৯ টি ওয়ার্ডে জয় হাসিল করেছিল। আর আসাদউদ্দিন ওয়াইসির দল AIMIM ৪৪ টি ওয়ার্ডে জয় হাসিল করেছিল। বিজেপি মাত্র তিনটি ওয়ার্ডে জয় হাসিল করতে পেরেছিল। আর কংগ্রেস মাত্র দুটি ওয়ার্ডে জিতেছিল।

গ্রেটার হায়দ্রাবাদ পুরসভা দেশের সবথেকে বড় পুরসভার মধ্যে একটি। এই পুরসভা চারটি জেলা নিয়ে গঠিত। এই গোটা এলাকায় ২৪ টি বিধানসভা আসন আছে। আর তেলেঙ্গানার পাঁচটি লোকসভা কেন্দ্র আছে। প্রাথমিক গণনায় হায়দ্রাবাদের পুরসভা নির্বাচনে ৭৮ টি আসনে এগিয়ে গেল বিজেপি। ৩২ টি আসনে এগিয়ে TRS। ১৭ টি আসনে এগিয়ে আছে AIMIM। কংগ্রেস এগিয়ে মাত্র ১ টি আসনে। AIMIM ১ টি আসনে জয়লাভ করেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর