মাঝমাঠ শক্ত করতে বড় চাল লাল হলুদের! এই বিখ্যাত প্লেয়ারকে তুলে আনছে ইস্টবেঙ্গল

বাংলা হান্ট ডেস্ক : ইতিমধ্যেই বেঙ্গালুরুকে হারিয়ে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। তবে প্লে অফে যেতে গেলে আরও একটি ম্যাচ জিততে হবে লাল হলুদকে। সেই সাথে বাকিদের পারফরম্যান্সের উপরেও নির্ভর করছে অনেককিছু। যদিও এখন এইসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত।

আপাতত দলকে শক্তিশালী করাই তার মূল উদ্দেশ্য। আর সেই কারণেই নাকি হায়দরাবাদের জোথানপুইয়াকে (Mark Zothanpuia) দলে নিতে চায় ইস্টবেঙ্গল। প্রাথমিকভাবে মনে হয়েছিল, তিনি হয়ত দলে আসবেননা। তবে পরে শোনা যায়, ইস্টবেঙ্গলের প্রস্তাবকে যথেষ্ট গুরুত্ব সহকারেই দেখছেন মিডফিল্ডার মার্ক জোথানপুইয়া। তবে কেবল জোথানপুইয়াই নয়, হায়দরাবাদের অ্যালক্স হাজির কাছেও নাকি প্রস্তাব পাঠিয়েছে ইস্টবেঙ্গল এফসি।

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মরশুমে সেরকম গোল পাননি জোথানপুইয়া। তবে মিডফিল্ডারে দারুণ ভরসা জোগাতে পারেন তিনি। এদিকে ইস্টবেঙ্গলেরও দরকার একজন দক্ষ মিডফিল্ডার। কারণ চলতি মরশুমে গোল করলেও গোল ধরে রাখতে পারেনি লাল হলুদ এফসি। সেক্ষেত্রে জোথানপুইয়া যদি ইস্টবেঙ্গলে আসতে রাজি হয় তাহলে তা ফলপ্রসূ হবে বলেই ধারণা ভক্তদের।

আরও পড়ুন : T20 বিশ্বকাপে হার্দিক নয়, খেলবেন এই অলরাউন্ডার! পান্ডিয়ার বিকল্প খুঁজে পেল BCCI

শোনা যাচ্ছে, ২১ বছর বয়সী এই মিডফিল্ডার কলকাতা জায়ান্টের সঙ্গে তিন বছরের চুক্তি স্বাক্ষর করতে পারেন। তবে কেবল ইস্টবেঙ্গলই নয়, জোথানপুইয়াকে দলে নিতে মরিয়া পঞ্জাব এফসি এবং ওডিশা এফসিও। তবে আপাতত ইস্টবেঙ্গলের প্রস্তাবকেই গুরুত্ব দিয়ে দেখছেন তিনি।

আরও পড়ুন : ৯১৪৭ কোটির ফ্র্যাঞ্চাইজি! KKR ছাড়াও রয়েছে আরও তিন দলের মালিকানা রয়েছে শাহরুখের হাতে

east bengal (1)

মার্ক জোথানপুইয়ার কেরিয়ার : মিজোরামের বাসিন্দা জোথানপুইয়ার কেরিয়ার শুরু হয়েছিল পুনে সিটি এফসির যুব দলের সঙ্গে। পরে তিনি আসেন হায়দরাবাদ এফসির রিজার্ভ সাইডে। এরপর নিজের যোগ্যতায় তিনি জায়গা করে নেন হায়দরাবাদ-ভিত্তিক ক্লাবের সিনিয়র স্কোয়াডে। তবে এই মুহূর্তে হায়দরাবাদের আর্থিক স্থিতি এমনই যে, ফুটবলারদের টিকে থাকাই দায় হয়ে পড়েছে। এদিকে এএফসি ২০২৩-২৪ মরশুমের এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২ প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতার আগেই নিজেদের স্কোয়াডকে আরও শক্তিশালী করতে চাইছে ইস্টবেঙ্গলও। এমন পরিস্থিতিতে জোথানপুইয়া লাল হলুদে এলে নিঃসন্দেহে নতুন কোনো বেঞ্চমার্ক সেট করবেন বলেই ধারণা ফুটবল বিশেষজ্ঞদের।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর