এগিয়ে আসছে দিনক্ষণ! এবার ভারতেও ট্রায়াল হবে Hydrogen Train’র! বাংলায় কবে ছুটবে জানেন ?

বাংলাহান্ট ডেস্ক : একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে ইতিমধ্যেই দাবি করা হয়েছে ডিসেম্বর মাসেই ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের (Hydrogen Train) ট্রায়াল রান শুরু হতে পারে। এই প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছু উচ্চপদস্থ রেল আধিকারিক জানিয়েছিলেন, জার্মানির টিইউভি-এসইউডির সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই ট্রেনের সেফটি অডিট করানোর ব্যাপারে।

ভারতে হাইড্রোজেন ট্রেনের (Hydrogen Train) ট্রায়াল

যদি সবকিছু সঠিক সময়ে হয়, তাহলে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের (Hydrogen Train) ট্রায়াল রান শুরু হবে আগামী ডিসেম্বর মাসেই। এই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, হাইড্রোজেন ট্রেন চালানোর উদ্দেশ্যে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে রেল। নির্মাণ করা হচ্ছে পাঁচটি টাওয়ার বা রক্ষণাবেক্ষণ গাড়ি।

আরোও পড়ুন : এত রঙ থাকতে কেন সাদা পোশাক পরেন ডাক্তারররা? ৯৯ শতাংশ মানুষই জানেন না আসল কারণ

এক একটি টাওয়ার তৈরি করতে প্রায় ১০ কোটি টাকা খরচ করবে রেল (Indian Railways)। এই টাওয়ারগুলি ব্যবহার করা হবে রক্ষণাবেক্ষণের কাজে। এই রিপোর্টে দাবি করা হয়েছে, রেলের এক আধিকারিক জানিয়েছেন,  ‘হাইড্রোজন ফর হেরিটেজ’ কর্মসূচির আওতায় ভারতীয় রেলের কাছে ৩৫টি হাইড্রোজেন চালিত ট্রেন থাকতে চলেছে। প্রায় ৮০ কোটি টাকা করে খরচ হবে এক একটি ট্রেনের জন্য।

German hydrogen train

এই হাইড্রোজেন ট্রেন চালানো হবে দেশের বিভিন্ন হেরিটেজ ও পাহাড়ি স্থানে। সেই সব জায়গার পরিকাঠামো উন্নয়নের জন্য রুট পিছু ৭০ কোটি টাকা ব্যয় করেছে রেল। এক আধিকারিকের কথা উল্লেখ করে এই রিপোর্টে বলা হয়েছে , ডেমু রেকে বসানো হচ্ছে হাইড্রোজন জ্বালানির সেল। এই ব্যাপারে একটি পাইলট প্রজেক্ট শুরু করা হয়েছে।

Hydrogen theme week Gallucci 2 resized 2

উত্তর রেলওয়ের জিন্দ-সোনিপত শাখায় পরিকাঠামো উন্নয়ন করে এই ট্রেন চালানোর চিন্তাভাবনা চলছে। জার্মানি, ফ্রান্স, সুইডেন এবং চিনে চলাচল করে হাইড্রোজেন ট্রেন (Hydrogen Train)। ভারতে ২০২৪-২৫ আর্থিক বছরে বাণিজ্যিকভাবে এই ট্রেন চলাচল শুরু করতে পারে। ভারতীয় রেলের এক কর্তা জানিয়েছেন, জিন্দ-সোনিপত শাখার ৮৯ কিমি অংশে চলাচল শুরু করতে পারে হাইড্রোজেন চালিত ট্রেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর