বাংলা হান্ট ডেস্ক: গত বছরের আগস্ট মাসেই জার্মানিতে প্রথম সফর শুরু হয়েছিল প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের (Hydrogen Powered Train)। সেই রেশ বজায় রেখেই এবার ভারতের প্রতিবেশী দেশ চিনেও পথচলা শুরু হল এই বিশেষ ট্রেনের। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৮ ডিসেম্বর ২০২২-এ হাইড্রোজেন চালিত ট্রেনের রোল অফ সম্পন্ন হল চিনে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমানে বিশ্বব্যাপী হাইড্রোজেনের শক্তিকে কাজে লাগিয়ে হাইড্রোজেন চালিত যানবাহনের প্রচার করা হচ্ছে। এমতাবস্থায়, বিভিন্ন দেশে ইতিমধ্যেই এহেন যানবাহনের পরিষেবাও শুরু হচ্ছে। জানা গিয়েছে, চিনের এই হাইড্রোজেন চালিত আরবান ট্রেনটি যৌথভাবে তৈরি করেছে CRRC চাংচুন কোম্পানি এবং চেংদু রেল ট্রানজিট। এই ট্রেনের সর্বোচ্চ গতি হল প্রতি ঘন্টায় ১৬০ কিমি।
২০২২ সালের নভেম্বরে ট্রেনটিকে পঞ্চম চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপো (CIIE)-তে প্রদর্শন করা হয়। যুগের সাথে তাল মিলিয়ে সমস্ত দিক মাথায় রেখেই প্রস্তুত করা হয়েছে এই ট্রেনটিকে। একবার জ্বালানির সাহায্যেই এই হাইড্রোজেন চালিত ট্রেন ৬০০ কিলোমিটারের দীর্ঘ পথ অনায়াসে অতিক্রম করে ফেলতে পারে।
এমতাবস্থায়, মনে করা হচ্ছে যে, ৫০০ কিলোমিটার রুটে এই গতিতে ট্রেনটি চললে প্রতি বছর ১০,০০০ কেজির বেশি কার্বন-ডাই-অক্সাইডের নির্গমন কমিয়ে দেবে। শুধু তাই নয়, চিনের এই ট্রেনে ১,৫০২ জন যাত্রী সফর করতে পারবেন। এছাড়াও রয়েছে অত্যাধুনিক কিছু বৈশিষ্ট্য। যার মধ্যে অটোমেটিক ওয়েক-আপ, স্টার্ট/স্টপ এবং স্বয়ংক্রিয়ভাবে ডিপোতে ফিরে যাওয়ার মত বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, এই ট্রেনের নিরাপত্তার মান জোরদার করতে ইন্টেলিজেন্ট মনিটরিং সিস্টেম এবং সেন্সরের পাশাপাশি দুর্দান্ত কমিউনিকেশন সিস্টেম ও বায়ো ডাটা অ্যানালিসিসের মত বৈশিষ্ট্য উপলব্ধ রয়েছে।
ভারতেও হাইড্রোজেন চালিত ট্রেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতীয় রেলেরও ২০২৩ সালের শেষ নাগাদ হাইড্রোজেন চালিত বন্দে ভারত এক্সপ্রেস চালু করার পরিকল্পনা রয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও এই প্রসঙ্গে তাঁর মতামত জানিয়ে বলেন ২০২৩ সালের ডিসেম্বর নাগাদ সম্পূর্ণ দেশীয় ডিজাইনে তৈরি হাইড্রোজেন চালিত ট্রেনের পথচলা শুরু হতে পারে।