বাংলাহান্ট ডেস্ক: বুলেট ট্রেন প্রকল্পে কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেই প্রকল্প শেষ হয়ে গেলে এটিই হতে চলেছে ভারতের দ্রুততম ট্রেন। কয়েক ঘণ্টার মধ্যেই মানুষ পৌঁছে যাবেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তবে বুলেট ট্রেন কেন, বিমানের চেয়েও দ্রুততর যদি কিছু থেকে থাকে সেটি হল হাইপারলুপ (Hyperloop)। এর সাহায্যে কয়েক মিনিটেই পৌঁছে যাওয়া যাবে এক শহর থেকে অন্য শহরে। আর এই প্রকল্পই এবার আসতে চলেছে ভারতে।
কানাঘুষো শোনা যাচ্ছিল, খুব তাড়াতাড়িই কাজ শুরু হবে হাইপারলুপ প্রকল্পের। এ বার নীতি আয়োগের সদস্য ভিকে সরস্বত শোনালেন খুশির খবর। তিনি জানালেন, ভারতে হাইপারলুপ প্রযুক্তি চালু করতে ইচ্ছে প্রকাশ করেছে বেশ কয়েকটি বিদেশী সংস্থা। যদিও এখনও প্রাথমিক স্তরে রয়েছে আলোচনা। ভারতে হাইপারলুপের প্রযুক্তিগত ও বাণিজ্যিক সম্ভাবনা খতিয়ে দেখতে একটি কমিটি তৈরি করা হয়েছে। ভিকে সরস্বত সেই কমিটির প্রধান। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট তৈরি করে ফেলেছে কমিটি।
হাইপারলুপ কী?
হাইপারলুপ একটি উচ্চগতি সম্পন্ন ট্রেন যা একটি টিউবের মধ্যে দিয়ে চলে। এই প্রযুক্তিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ধনকুবের ইলন মাস্কের। এই প্রযুক্তির মাধ্যমে গোটা পৃথিবীতেই আরও দ্রুত হবে পরিবহন ব্যবস্থা। এমনকী, খুব সহজে এবং অতি দ্রুত জিনিসও পাঠানো যাবে। এছাড়াও, প্রকৃতির উপর এর কোনও ক্ষতিকারক প্রভাবও পড়বে না। এই প্রযুক্তি ব্যবহার করে বিমানের মতো গতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যেতে পারে। এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০০ কিলোমিটার।
কবে চলেছিল বিশ্বের প্রথম হাইপারলুপ?
হাইপারলুপ এখনও কোথাও বাণিজ্যিকভাবে না চালানো হলেও পরীক্ষামূলক ভাবে চালানো হয়েছে। ২০২০ সালের ৯ নভেম্বর আমেরিকার লাস ভেগাসে ৫০০ মিটার ট্র্যাকে পরীক্ষামূলকভাবে চালানো হয় এই ট্রেন। পরীক্ষাটি চালায় বেসরকারি সংস্থা ‘ভার্জিন’। এই প্রযুক্তিতে যে যানের ব্যবহার হয় তাকে বলা হয় ‘পড’। লাস ভেগাসের ওই পরীক্ষামূলক সফরে অন্যান্য যাত্রীদের সঙ্গে ছিলেন এক ভারতীয়ও। ওই সফরে সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৬১ কিলোমিটার।
ভারতে কবে চালু হবে হাইপারলুপ?
সারা বিশ্বে হাতে গোনা কয়েকটি সংস্থাই হাইপারলুপ প্রযুক্তি গড়ে তোলার চেষ্টা করছে। ভার্জিন হাইপারলুপ তেমনই একটি সংস্থা। দেশের প্রথম হাইপারলুপ চালু হতে পারে মহারাষ্ট্রে। ইতিমধ্যেই মুম্বই-পুণে হাইপারলুপ পরিষেবার জন্য একটি প্রস্তাব জমা দেওয়া হয়েছে ভার্জিন হাইপারলুপের তরফে।