হিপনোটাইজের মাধ্যমেই পেলেন আসল যৌনতার অনুভব, ইতালির ক্যারোলিনা এখন খুশি

Published On:

বাংলা হান্ট ডেস্ক : ঘটনাটি অনেকটা অদ্ভুত রকমের হলেও এটাই সত্যি। বছর ৩৮ এর ইতালিয় ক্যারোলিনা এখন তার যৌনজীবন ফিরে পেয়ে যথেষ্ট খুশি।

ঘটনাটি শুরু হয় গত মাসে অর্থাৎ এপ্রিল মাসের গোড়দড়ায়। ইতালির ক্যারোলিনা বছর দেড় আগে একটি অ্যাক্সিডেন্টে তার স্বামী কে হারান। বছর ৮ এর একটি ছেলেকে নিয়ে খুশি থাকলেও তাঁর যৌনজীবন হারিয়ে যাওয়ায় দেখা দেয় নানারকম মানসিক সমস্যা।

তখনই ক্যারোলিনার এক প্রতিবেশী মার্গারিটা তাঁকে ডক্টর ফ্লিনস এর খোঁজ দেন, যিনি আদতেও একজন মনোবিদ।

ক্যারোলিনা গত মাসে যাওয়ার পর থেকেই ধীরে ধীরে মানসিক অসুস্থতা কাটিয়ে উঠতে পারছেন। ডক্টর ফ্লিনস এক অদ্ভুত রকমের থেরাপি দেন তাঁকে। বিভিন্ন ধরনের মিউজিক এর সাথে সাথে তাঁর চোখ বেঁধে উত্তেজক কথাবার্তা এবং উত্তেজক ভঙ্গিতে ক্রমাগত নিঃশ্বাসের দ্বারা পুনরায় তাঁকে তার যৌনজীবন ফিরিয়ে দিয়েছেন।

X