বাংলাহান্ট ডেস্কঃ মুকুল রায় (Mukul Roy) তৃণমূল ছেড়ে বিজেপিতে (Bharatiya Janata Party) যোগদান করায় প্রথম থেকেই নানা জল্পনা হয়েই চলেছে। গেরুয়া শিবিরে নাম লিখিয়ে বেশ খোশ মেজাজেই রয়েছেন তিনি। কিন্তু বেশ কিছুদিন ধরেই তাঁকে এবং তাঁর ছেলেকে নিয়ে একটা গুঞ্জন উঠেছে, আবারও নাকি তারা তৃণমূলে ফিরে যাচ্ছেন।
বিজেপিতে ছিলাম, আছি আর থাকবও
সব জল্পনার অবসান ঘটিয়ে পাল্টা জবাব দিলেন খোদ মুকুল রায়। তিনি সরাসরি জানিয়ে দিলেন, ‘বিজেপি আমাকে আমার যোগ্য সম্মান দিয়েছে। এখানে কারো সাথে আমার কোন বিরোধ নেই। আমি এখানে ছিলাম, আছি আর থাকবও। অমিত শাহ কলকাতায় এসে আমার কথা বলে গেছেন। কিন্তু বেশ কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমে আমাকে নিয়ে যে গুজব ছড়িয়েছে, তা বিভ্রান্তিকর। এটা নিয়ে তদন্ত হোক’।
১০০% সন্তুষ্ট আমি
বিজেপি ছেড়ে মুকুল রায় কোথায় যাচ্ছেন না। বেশ কয়েকদিনের সংবাদ মাধ্যমে প্রচারিত সংবাদে শোনা গিয়েছিল মুকুল রায় বিজেপি ছাড়ছেন, তাঁর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। এসব জল্পনা একদম উড়িয়ে দিয়ে তিনি জানিয়ে দিলেন, ‘বিজেপিতে আমাকে সকলেই সম্মান করে। সংগঠনের কাজে আমি খুব খুশি। বিজেপি পার্টি, মোদি, শাহ, কৈলাশজি আমাকে আমার প্রাপ্ত সম্মান দিয়েছেন। আমি বিজেপির সাথে যুক্ত হয়ে সম্পূর্ণ একশো শতাংশ সন্তুষ্ট’।