আমি তৃণমূলেই আছি, বিজেপিতে কবে গেলাম! আচমকাই বিস্ফোরক দাবি সাংসদ সুনীল মণ্ডলের

বাংলাহান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে শুভেন্দু অধিকারীর হাত ধরে যোগ দিয়েছিলেন বিজেপিতে। তারপর সম্প্রতি রাতের অন্ধকারে মুখ ঢেকে দিল্লীতে মুকুল রায়ের বাড়িতেও দেখা গিয়েছল তাঁকে। এখন সেই সুনীল মণ্ডলই (sunil mondal) করলেন এক বিস্ফোরক দাবি, ‘তৃণমূলেই তো ছিলাম, বিজেপিতে কবে গেলাম?’

নির্বাচনের পূর্বে বিজেপিতে যোগ দিলেও বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ পদ থেকে তখন ইস্তফা দেননি সুনীল মণ্ডল। এরপর বিজেপিতে যাওয়ায়, গেরুয়া শিবিরে সাংসদ সংখ্যা বাড়লেও, আবারও তৃণমূলে ফিরে যাওয়ার কথাই বললেন সুনীল মণ্ডল। যার ফলে পদ থেকে ইস্তফা দেওয়ার আর কোন প্রশ্নই রইল না। আবারও পুরনো ঘরে ফিরে গিয়ে, তৃণমূল সাংসদ হয়েই থাকতে পারবেন তিনি।

bbkbvsb

বিজেপি ছাড়ার কারণ স্পষ্ট করে কিছু না বললেও, সুনীল মণ্ডল বলেন, ‘তৃণমূলেই তো আছি। চিরকাল তৃণমূলের সঙ্গেই তো ছিলাম। আর তৃণমূলের হয়েই কাজ করেছি। পেগাসাস ইস্যুতে প্রতিবাদও জানিয়েছি। ফোনে এভাবে অন্যায় ভাবে আড়ি পাতার অর্থ হল ব্যক্তিগত সত্ত্বায় আঘাত করা। আমাদের নেত্রী তো অনেক দিন ধরেই এই বিষয়ের প্রতিবাদ করে এসেছেন’।

এসবের মধ্যে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, ‘কারো সঙ্গে দেখা করা নিয়ে কোন সমস্যা আছে নাকি? উনি তো একজন কেন্দ্রীয় মন্ত্রী, প্রয়োজনে দেখা করতেই পারি। আসলে পুরোটাই একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। মান-অভিমান হয়েছিল একটু। এখন সব ঠিক হয়ে গেছে। সুদীপদা জানেত চেয়েছিলেন, তাই জানিয়ে দিয়েছি- আমি তৃণমূলেই আছি এবং ভবিষ্যতেও থাকব’।

সূত্রের খবর, নিশীথ প্রামাণিককে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করার ইস্যুতে ঘনিষ্ঠমহলে ক্ষোভ উগরে দিয়ে সুনীল মণ্ডল বলেছিলেন, ‘আমি যোগ্য থাকা সত্বেও নিশীথকে কেন প্রতিমন্ত্রী করা হল?’ আর তাঁর এই মন্তব্যের পর থেকেই জোর চর্চা শুরু হয় বিজেপির অন্দরে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর