‘আপনিই পারবেন” করোনা নিয়ে PM মোদীর নেওয়া পদক্ষেপের প্রশংসা করে বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন

বাংলা হান্ট ডেস্কঃ করোনাভাইরাস (Corona Virus) নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উদ্যোগের প্রশংসা করলেন অস্ত্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন (Scott Morrison)। উনি বলেন, ‘আমি জানি মোদী COVID-19 ইস্যুতে জি-২০ (G20) এর সমস্ত নেতাদের এক জায়গায় আনার প্রচেষ্টা করছেন। আমার হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, আর অস্ট্রেলিয়া (Australia) এই পদক্ষেপকে সমর্থন করছে।

আপনাদের জানিয়ে দিই, COVID-19 নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার SAARC দেশের প্রতিনিধিদের সাথে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে কথা বলেন। এই কনফারেন্সে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘করোনা ভাইরাস উন্নয়নশীল দেশের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী মোদী বলেন, বিশ্ব স্বাস্থ সংগঠন (WHO) এটিকে মহামারি ঘোষণা করেছে, সার্ক দেশ গুলোকে একসাথে এর বিরুদ্ধে লড়াই করা উচিৎ।”

আরেকদিকে, রবিবার অস্ট্রেলিয়া ঘোষণা করেছে যে, দেশে আসা প্রতিটি ব্যাক্তিকে অনিবার্যরুপে ১৪ দিনের জন্য নিজেকে আলাদা রাখতে হবে। প্রধানমন্ত্রী মরিসন বলেন, ‘আমরা আমাদের জীবন যাপনের কিছু পদ্ধতি বদলাতে চলেছি।” উনি বলেম নতুন পদ্ধতি রবিবার রাত থেকে প্রভাব বিস্তার করবে।

মরিসন বলেন, সমস্ত ক্রুজ জাহাজকে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয়েছে। আর আমাদের আশা যে, খুব শীঘ্রই যাত্রীদের সংখ্যা কমবে। প্রধানমন্ত্রী বলেন, ‘যদি আপনার বন্ধু ইন্দোনেশিয়া গেছিল, আর সেখান থেকে এসে আপনার পাশে বসে কাজ করছে, তাহলে সে অপরাধ করছে।” উনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সার্ক দেশের মতো জি-২০ এর দেশ গুলোর সাথেও একটি আলোচনা করতে চায়। যেটা একটি ভালো পদক্ষেপ।


Koushik Dutta

সম্পর্কিত খবর