‘আমি বাংলাদেশি, আধার কার্ডও আছে”, খাস কলকাতায় এঁরা কারা? ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গে (West Bengal) যত তাড়াতাড়ি সম্ভব এনআরসি লাগু করতে হবে। এই দাবি রাজ্য বিজেপি (BJP) দীর্ঘদিন ধরেই করে আসছে। পদ্ম শিবিরের অভিযোগ পশ্চিমবঙ্গ (West Bengal) বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য স্বর্গ রাজ্য হয়ে উঠেছে। কিন্তু বিরোধিদের এই অভিযোগ একরকম ফুৎকারেরই উড়িয়ে দেয় তৃণমূল সরকার। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এমন এক ভিডিও যা দেখে অনেকেই বলছেন এবার সত্যেই এনআরসি (NRC) দরকার বাংলায়।

কি দেখা যাচ্ছে ওই ভিডিওতে? ভাইরাল হওয়া ভিডিওতে এক যুবক বলছেন তিনি আদতে বাংলাদেশের নাগরিক। কিন্তু এখন থাকেন ভারতে। ওই ভিডিওটিতে যুবক বলেন তাঁর নাম জাইদুল খান। তিনি এখন কলকাতার একটি বস্তিতে থাকেন। তওনি স্বীকার করে আদতে তাঁর বাড়ি বাংলাদেশ। তাঁর কাছে আধারকার্ড রয়েছে। তিনি তা বার করে দেখানও।

আধার কার্ডে দেখা যাচ্ছে ওই যুবকের নাম জাইদুল খান। তাঁর ঠিকানা মাঝের পাড়া, ঘুনি, হাতিয়াড়া, উত্তর ২৪ পরগণা, পিন – ৭০০১৫৭। তাঁর জন্ম সাল রয়েছে ০১/০১/১৯৯১। সেই ভিডিওতে আরও দেখা যাচ্ছে, কয়েক জন ব্যক্তি যুবককে ধরে জেরা করছেন। জেরার মুখে জাইদুল স্বীকারও করেন যে তিনি বাংলাদেশের নাগরিক।

nrc

এই ভিডিও ভাইরাল হতেই উঠে আসে নানা রকম প্রতিক্রিয়া। অনেকেরই দাবি এবার সত্যিই দরকার এনআরসি। নাহলে আর ঠেকানো সম্ভব নয় অনুপ্রবেশ। এর ফলে বিনষ্ট হচ্ছে দেশের ভারসাম্যও। আবার অনেকেই সমালোচনা করেছেন যারা জেরা করছেন তাঁদেরই। একাংশের দাবি তাঁদের কী অধিকার ছিল জেরা করার। এটা তো পুলিসের কাজ। জাইদুলকে কেন সরাসরি পুলিসের হাতে তুলে তা নিয়েই ক্ষুব্ধ তাঁরা।

ইমিগ্রেশন ব্যুরোর থেকে প্রাপ্ত রিপোর্ট অনুসারে, ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত বেআইনি অনুপ্রবেশের জন্য পর্যন্ত ২ হাজার ৩৯৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। অভিযুক্তরা প্রত্যেকেই জাল ভারতীয় নথি ব্যবহার করে বলে জানান নিত্যানন্দ রাই। বর্তমানে দেশে ৮৬টি আইসিপি রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। এগুলি সাধারণত আন্তর্জাতিক ট্রাফিকের কাজ করে। এর মধ্যে ৩৭টি ইমিগ্রেশন ব্যুরোর অধীনে কাজ করে বলে জানানো হয়েছে।

Sudipto

সম্পর্কিত খবর