বাংলা হান্ট নিউজ ডেস্ক: এশিয়া কাপ চলাকালীন বিরাট কোহলি সংবাদমাধ্যমের সামনে এসে জানিয়েছিলেন যে তিনি খারাপ সময়ের মধ্যে দিয়ে কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে গিয়েছেন। একটা সময় ছিল যখন বিরাট কোহলির ব্যাট থেকে রান আসছিল না। কোন ভারতীয় অধিনায়ক জানিয়েছিলেন যে সেই সময় তিনি এক মাস প্রায় ব্যাটেই হাত দেননি।
ওই সময়টা সত্যিই বিরাট কোহলির খুব খারাপ কেটেছিল। কারণ দেশের বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার তার ক্রিকেটের প্রতি আগ্রহ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। কোহলি পরে সেই ব্যাপারে বলেছেন যে অনেকেই মিডিয়ায় তার বিরুদ্ধে অনেক কথা বলছিল কিন্তু তাকে ফোন করে আর পিঠে ভরসার হাত একমাত্র রেখেছিলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।
কোহলি আরও জানিয়েছেন যে সেই সময়টা তার ব্যাট হাতে নিতে বা ক্রিকেটের বিষয়ে কথাবার্তা বলতে একেবারেই ভাল লাগত না। নিজের প্রিয়জনদের মাঝে বসেও নিজেকে নিঃসঙ্গ মনে হতো বিরাটের। সময়ে তাঁর পরিবার তাকে পূর্ণ সমর্থন করেছিল বলে বিরাট জানিয়েছেন।
খারাপ সময় কাটিয়ে অবশ্য ফের একবার ছন্দে ফিরেছেন বিরাট। এশিয়া কাপেই তিনি ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান সংগ্রাহক হয়েছিলেন। এশিয়া কাপে মাঠে ফেরার পর থেকে আটটি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন বিরাট কোহলি যার মধ্যে তিনি তিনটি ম্যাচে অর্ধশতরান এবং একটি ম্যাচে শতরান করেছেন। স্বাভাবিকভাবেই এখন বোঝা যাচ্ছে কতটা ভালো ছন্দে রয়েছেন তিনি।
ব্যাপারটা নিজেও স্বীকার করে নিয়েছেন বিরাট। তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন, “এশিয়া কাপে দলে ফেরার পর থেকে আমার এখন আবার ব্যাটিং করতে ভালো লাগছে। আমি খুব পরিশ্রম করছি এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। আমার জিমে গিয়ে ঘাম ঝড়াতে, নেট প্র্যাক্টিসে পরিশ্রম করতে খুব ভালো লাগছে এবং আমি দলকে আমার সেরা পারফরম্যান্সগুলো উপহার দিতে চাই।”