‘আমি রক্তপিপাসু দালালদের বিরুদ্ধে লড়ছি! এরা রক্তের লোভে আমাকে ধাওয়া করছে’, বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্ক : দিনের পর দিন গভীরে যাচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা। এই প্রসঙ্গে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। এদিন আদালতে তিনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। সুপ্রিম কোর্ট এবং তার বিচারপতিদের ওপর আমার বিশ্বাস, আস্থা এবং শ্রদ্ধা আছে। কিছু মানুষ এখনও কুৎসা এবং অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরও বলেন, ‘ভারতের আইন সভ্য আইন। সুপ্রিম কোর্টে মামলা আছে। কিছুটা সময় হয়তো লাগছে। কিন্তু বিচার হবে। আমার লড়াই এখন শুধুমাত্র দুর্নীতি বা দুর্নীতিবাজদের বিরুদ্ধে সীমাবদ্ধ নেই। কিছু রক্তপিপাসু দালালরাও এখন মাঠে নেমে পড়েছে। তারা রক্তের লোভে আমার পিছনে ছুটছে। এদের বিরুদ্ধেও আমাকে লড়তে হবে। দুবৃত্তরা আইন রক্ষার নাম করে দুর্নীতি এবং দুর্নীতিবাজদের সাহায্য করছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।’

   

তবে এই প্রথম নয়। এর আগে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বলেছিলেন, ‘দিদি একা সামলাতে পারছেন না।  দিদির পাশে কিছু দুর্বৃত্ত ঘুরে বেড়াচ্ছে’। রাজ্যের বিরুদ্ধে বকেয়া সংক্রান্ত একটি মামলা শুনানিতে এই মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘এইভাবে গোটা রাজ্যটাই একদিন নষ্ট হয়ে যাবে। ভূপেন হাজারিকার একটা গান মনে পড়ে। হাজার টাকার বাগান খাইলো পাঁচ সিকার ছাগলে।’

Untitled design 83

দীর্ঘদিন ধরেই নাকি প্রাপ্ত টাকা পাচ্ছেন না! বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন এক ব্যক্তি। সেই মামলার শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। বিচারপতি জানতে চান, ‘মামলাকারীকে কেন টাকা দেওয়া হচ্ছে না’? সরকারি আইনজীবী বলেন, ‘আমাদেরও বেতন কম। অনেক টাকা বকেয়া’।

কেন এমন পরিস্থিতি? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘মানিক ভট্টাচার্যের ২টি পাসপোর্ট পাওয়া গিয়েছে। তিনি এখনও বিধায়ক পদ ছাড়েননি, হয়তো ভাবছেন ফিরে আসবেন। লন্ডনে মানিকের বাড়ির পাশে যাঁর বাড়ি তিনি নেতা ছিলেন। এইভাবে গোটা রাজ্য় নষ্ট হয়ে যাবে। ভুপেন হাজারিকার একটা গান মনে পড়ে। হাজার টাকার বাগান খাইলো পাঁচ সিকার ছাগলে।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর