‘সিংহাসন না থাকলেও মানুষের হৃদয়ে রয়েছি’ বিপ্লব দেবের চিন্তা বাড়িয়ে হুঙ্কার সুদীপের

বাংলাহান্ট ডেস্কঃ কিছুদিন ধরেই টালমাটাল অবস্থা চলছে ত্রিপুরার (tripura) বিজেপির অন্দরে। অবশেষে মঙ্গলবার রদবদল করা হল মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মন্ত্রীসভার, শপথ নিলেন ৩ নতুন বিধায়ক। তবে যাকে সঙ্গে নিয়ে ত্রিপুরায় তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পরিকল্পনা করেছিল বিজেপি শিবির, এখন সেই বিধায়ক সুদীপ রায় বর্মণের (Sudip Roy Barman) গলাতেই শোনা যাচ্ছে উলটো সুর।

সোমবারে কেন্দ্রীয় কমিটির বৈঠকে তাঁকে দেখা গেল না। অবশ্য তিনি জানিয়েছেন, বৈঠক সন্ধ্যে সাড়ে ৬ টায় শুরু হওয়ার কথা থাকলেও, শুরু হয় রাত ৮ টা বেজে ২০ মিনিটে। প্রায় এক ঘন্টা বসে থাকার পর পারিবারিক সমস্যার কারণে সাড়ে ৭ টা নাগাদ তিনি চলে যান।

Sudip Roy Barman 1

শুধুমাত্র বৈঠক নয়, মঙ্গলবার মন্ত্রীসভার শপথ গ্রহণ অনুষ্ঠানেও অনুপস্থিত ছিলেন তিনি। এবিষয়ে তাঁর বক্তব্য, ‘অনুষ্ঠানে অনেকেই অনুপস্থিত ছিলেন, শুধুমাত্র আমাদের আইসোলেট করার দরকার নেই। মানুষের সমস্যা তুলে ধরাটা আমাদের লক্ষ্য। তবে চাইব, জনস্বার্থে কাজ করবেন নতুন মন্ত্রীরা। ওনাদের শুভেচ্ছা জানাই’।

সুশান্ত চৌধুরীর প্রসঙ্গে তিনি জানান, ‘নিজের হাতেই ওকে তৈরি করেছি, ওর রাজনৈতিক পিতা হিসাবে গর্বিত আমি। তবে ভেবেছিলাম ও একবার হলেও আমার কাছে আসবে, প্রণাম করবে। একটা পেনও কিনেছিলাম ওর জন্য। ভেবেছিলাম এটা দিয়েই ও স্বাক্ষর করবে। খুব দুঃখ পেয়েছি আমি’।

তৃণমূলে যাওয়ার বিষয়ে তিনি জানান, ‘বিজেপির প্রদেশ সভাপতি আছেন, ৩ জন যুব সাধারণ সম্পাদক আছেন- ওনাদের পলিসি মেনেই চলে দল। ভালো পরিবেশ রাজনীতি হয়, গায়ের জুরিতে হয় না। তাই আমাকে নিয়ে কে কি ভাবল, সেটা তাঁদের বিষয়, আমার কোন প্রতিক্রিয়া নেই’।

সুদীপ রায় বর্মণ জানান, ‘আমার সিংহাসন না থাকলেও, আমি মানুষের হৃদয়ে রয়েছি। এটাই আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি। সবাই ভালো থাকুক এবং সুখে থাকুক’।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর