আমি পাঞ্জাবীদের কাছে ঋণী, মোদী সরকার পাঞ্জাবের প্রতি অন্যায় করছেঃ রাহুল গান্ধী

বাংলাহান্ট ডেস্কঃ কেন্দ্রের প্রস্তাবিত কৃষি বিল নিয়ে গোটা দেশে তোলপাড় চলছে। বিভিন্ন দিকে চলছে প্রতিবাদী সভা এবং বিক্ষোভ প্রদর্শন। এই প্রতিবাদী সভায় প্রথম থেকেই কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul gandhi) জড়িত রয়েছেন। বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে, তারা কৃষি বিলের প্রতিবাদ করে চলেছেন।

সম্প্রতি এই কৃষি বিল প্রসঙ্গে রাহুল গান্ধী টেনে আনলেন বেশ কয়েক বছর আগেকার পুরনো এক ঘটনা। রাহুল গান্ধী অত্যন্ত নমনীয় ভাবে বলেন, ‘১৯৭৭ সালে যখন আমার ঠাকুমা ইন্দিরা গান্ধী নির্বাচনে হেরে গিয়েছিলেন, তখন বেশ কয়েকটি শিখ পরিবারের আমাদের অনেক সাহায্য করেছিল। আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছিল’।

rahul 15

পাঞ্জাবীদের কছে ঋণী
পরিবারের সুরক্ষায় বেশ কয়েকজন শিখ পরিবার এগিয়ে আসায়, রাহুল গান্ধী তাদের প্রতি কৃতজ্ঞ বলেও জানানলেন। সেইসঙ্গে তিনি মনে করেন, সমস্ত পাঞ্জাব এবং পাঞ্জাবীদের কাছে তিনি ঋণী। তিনি পাঞ্জাবীদের থেকে অনেক কিছু শিখেছেন বলেও জানালেন।

পাঞ্জাবীদের উপর অবিচার করছে
কংগ্রেস প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী মনে করেন, শিখ পরিবাররে এই সাহায্যের কারণে তিনি সর্বদা শিখ পরিবারের কাছে ঋণী হয়েই থাকবেন। পাশাপাশি তিনি তামিলনাড়ুর বাসিন্দাদের প্রতিও ঋণী বলে মনে করেন। রাহুল গান্ধী আরও বলেন- ‘এখন পাঞ্জাবে এসে মনে হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঞ্জাবীদের উপর অবিচার করছে’।

৮ কিমি রাস্তা ট্রাক্টর চালালেন রাহুল গান্ধী
কৃষি বিলের প্রতিবাদে ফ্রান্সবালায় আয়োজিত সভা শেষ করে রাহুল গান্ধী হরিয়ানায় গিয়েছিলেন। তবে সবথেকে আশ্চর্য্যের বিষয় হল, এই গোটা ৮ কিমি রাস্তা তিনি নিজেই ট্রাক্টর চালিয়ে গিয়েছিলেন। পাঞ্জাব কংগ্রেস সভাপতি সুনীল জাখর এবং পাঞ্জাব কংগ্রেস ইনচার্জ হরিশ রাওয়াতও তাঁর স্নফে সেই সময় ট্রাক্টরে উপস্থিত ছিলেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর