সর্বপ্রথম, আমি ভারতীয় ! একটা প্রশ্নের উত্তর দিয়েই সবার মন জিতেছিলেন ইসরো চিফ কে শিভান

এতবড় পদে অধিষ্ঠিত হওয়ার জন্য তামিলনাড়ুর মানুষ হিসেবে সেরাজ্যের বাসিন্দাদের তিনি কি বার্তা দেবেন, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইসরোর চেয়ারম্যান কে শিবন সাংবাদিকদের জানান, প্রথমে তাঁর পরিচয় তিনি একজন ভারতীয়৷তারপরে ইসরোর প্রসঙ্গ টেনে সেখানে বিভিন্ন অঞ্চল ও ভাষার লোকজন কাজ করে বলে জানান তিনি৷ এমনকি তাঁরা সকলেই তাঁর কাছে ভাইয়ের মতো বলে জানান শিবন৷ শিবানের এই একটি মন্তব্য মন জয় করেছে গোটা দেশবাসীর মন৷ আর শিবনের এই উত্তরের পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমে টুইট করেছেন অনেকেই৷ নয়াদিল্লীতে কর্মরত এক বিহারের যুবক শিবানের এই মন্তব্যের পর টুইট করে লিখেছেন তিনি শিবানকে নিয়ে খুবই গর্বিত৷ তিনি কোন ধর্মের বা কোন ভাষায় কথা বলেন সেটা বড় নয় তিনি একজন বিশ্বখ্যাত মহাকাশ সংস্থার সত কর্মী ও চেয়ারম্যান, তিনি আমাদের দেশের নায়ক৷

ইসরোর চেয়ারম্যানের আমি ভারতীয়-এই মন্তব্যের পর হায়দ্রাবাদ থেকে বিশ্বনাথ নামের এক ব্যক্তি পি ভি সিন্ধুর প্রসঙ্গ টেনে লেখেন, পিভি সিন্ধুর জন্য যখন তাঁর এলাকার লোকজন আঞ্চলিকতার জন্য গর্ব বোধ করেন তাহলে কিভাবে এই দ্বৈতত্ত্বের পুনর্মিলন করবেন তাঁরা, এই প্রশ্ন তোলেন৷

কন্যাকুমারীর এক প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে উঠে কে শিবনের এই চন্দ্রযান টু এর সফ উত্ক্ষেপনের জন্য অবদান অনেক৷ শুধু তাই নয় ইসরোর জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তিনি৷ তাই মাত্র কয়েক মিনিটের মধ্যে ল্যান্ডার বিক্রমের হারিয়ে যাওয়ার পরে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন৷ যদিও ক্ষনিকের বিরতির পর আবার খোঁজ মিলেছে তবুও এবার সফল অভিযানের আশায় দিনগুনছেন তিনি৷

 

সম্পর্কিত খবর