‘আমি আর আমার পরিবার কাশ্মীরি পণ্ডিত’ বৈষ্ণো দেবী মন্দির ঘুরে ফের হিন্দুত্বের বুলি রাহুলের মুখে

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সামনেই উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড-সহ পাঁচ রাজ্যে নির্বাচন রয়েছে। আর ঠিক তার আগেই নরম হিন্দুত্বের বুলি আওড়াতে শুরু করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সম্প্রতি জম্মুতে গিয়ে নিজেকে কাশ্মীরি পণ্ডিত বলে দাবি করলেন রাহুল গান্ধী। সঙ্গে নিজের পরিবারকেও কাশ্মীরি পণ্ডিত বলে ব্যাখা করলেন কংগ্রেস সাংসদ।

বর্তমান সময়ে জম্মু সফরে রয়েছেন রাহুল গান্ধী। সেখানে গিয়ে মাতা বৈষ্ণো দেবীর মন্দিরে বেশ ভক্তিভরেই তাঁকে পুজো করতে দেখা যায়। তাঁর এই আচরণের মধ্যে দিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন, তিনি একজন পরম হিন্দু ধর্মের মানুষ এবং তিনি মাতা বৈষ্ণো দেবীর একজন পরম ভক্ত।

Rahul Gandhi is trying hard to prove himself a Hindu

এখানেই শেষ নয়, আসন্ন নির্বাচনকে টার্গেট করে নরম হিন্দুত্বের বুলি আওড়ে মানুষের মনে জায়গা করার আপ্রাণ চেষ্টা জারি রেখেছেন রাহুল গান্ধী। তিনি বলেন, ‘আমার পরিবারের সঙ্গে জম্মু ও কাশ্মীরের সম্পর্ক অনেক পুরনো। এখানে এলে মনে হয়, নিজের বাড়িতেই আছি। শুধু আমি নয়, আমার পরিবারও কাশ্মীরি পণ্ডিত। কাশ্মীরি পণ্ডিতদের একটি প্রতিনিধি দল আজ সকালেই আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তারা বললেন, কংগ্রেসের আমলে তাঁদের অনেক উন্নতি হলেও, বর্তমানে বিজেপি সরকার তাঁদের জন্য কিছুই করেনি। আমি তাঁদের কথা দিয়েছি, তাঁদের জন্য আমি কিছু করব’।

‘জয় মাতা দি’ শ্লোগানের দিয়েই এদিনের সভার সূচনা করেছিলেন রাহুল গান্ধী। শুধু তাই নয়, কংগ্রেসের নেতা কর্মীদেরকেও ‘জয় মাতা দি’ শ্লোগান দিতে বলেন তিনি। রাহুল গান্ধী বলেন, ‘জম্মু কাশ্মীর আমার হৃদয়ে একটি আলাদা স্থানে রয়েছে। এখানেই এলেই মনে হয়, নিজের বাড়িতে এসেছি। গতকাল মাতা বৈষ্ণ দেবীর মন্দিরে দর্শনের জন্য গিয়ে মনে হল, আমি নিজের বাড়িতে এসেছি’।

তিনি আরও বলেন, ‘এখানে এসে আমি খুবই খুশি। কিন্তু আমার দুঃখ একটাই, আপনাদের মধ্যেকার প্রেমের ভাবনাকে ভাঙতে চাইছে বিজেপি। রাজ্যের অধিকার কেড়ে নিয়ে দুর্বল করে দিয়েছে জম্মু কাশ্মীরকে’।

X