বাংলা হান্ট ডেস্কঃ রাহুল গান্ধী (Rahul Gandhi) ভারতীয় অর্থব্যবস্থা, করোনাভাইরাস আর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এর ইস্যু নিয়ে বৃহস্পতিবার দিন প্রেস কনফারেন্স করেন। আর এই প্রেস কনফারেন্সে আবারও ভুল তথ্য দিয়ে হাসির পাত্র হয়ে বসেন। উনি মিডিয়ার সামনে অধীর চৌধুরীর (Adhir Chowdhury) জায়গায় নিজেকেই বিরোধী দলের নেতা ঘোষণা করে দেন। কিন্তু এতদিন লোকসভায় বিরোধী দলের নেতা ছিলেন অধীর চৌধুরী। এরকম ভাবেই ইয়েস ব্যাংক (Yes Bank) নিয়ে বলতে গিয়ে উনি এক্সিস ব্যাংক (Axis Bank) বলে ফেলেন।
#WATCH Rahul Gandhi, Congress: I am leader of the opposition, I am bringing the attention of people of India to a very serious problem. The central problem is that our biggest strength which was our economy has now become a huge weakness. pic.twitter.com/VXDKC8WWRl
— ANI (@ANI) March 12, 2020
উনি ভারতের অর্থব্যবস্থা নিয়ে বলেন, আজ শেয়ার বাজারে যা হয়েছে, সেটার জন্য লক্ষ লক্ষ মানুষ ক্ষতির সন্মুখিন। আমি আগেই বলেছিলাম করোনাভাইরাসের বিপদ অনেক বড় কিন্তু সরকার সেটিকে গম্ভীর ভাবে নেয়নি। প্রধানমন্ত্রী মোদীর মুখ থেকে অর্থব্যবস্থা নিয়ে একটিও কথা বের হয় না।
উনি বলেন, মনমোহন সিং ১০ বছর সরকার চালিয়েছেন। আমরা ইকোনমি সম্বন্ধ্যে জানি। প্রধানমন্ত্রী মোদী ইকোনমি নষ্ট করে দিয়েছে। এর ফলে দেশের মানুষের ক্ষতি হচ্ছে। দেশের বড়বড় শিল্পপতিদের কিছুই যায় আসেনা।
রাহুল গান্ধীকে যখন জিজ্ঞাসা করা হয় যে, তিনি নিজের কোর টিমের সদস্যদের আগামী রাজ্যসভার নির্বাচনে কেন দাঁড় করাচ্ছেন না? তখন তিনি বলেন, আমি কংগ্রেসের সভাপতি না। আমি রাজ্যসভার প্রার্থীদের নিয়ে সিদ্ধান্ত নিতে পারিনা। আমি শুধু দেশের যুবদের অর্থব্যবস্থা সম্বন্ধে অবগত করাচ্ছি। আমার টিমে কে আছে আর কে নেই, সেটা কোন তফাত ফেলবে না।