বাংলাহান্ট ডেস্ক: অনিল কুম্বলে ভারতের অন্যতম সেরা ম্যাচ উইনার। যার বোলিং শক্তির ওপর ভর করে ভারত অনেক বড় বড় ম্যাচ জিতেছে। অনিল কুম্বলেই একমাত্র ভারতীয় বোলার যার এক ইনিংসে দশ উইকেট নেওয়ার নজির রয়েছে।
এইদিন অনিল কুম্বলে ইনস্টাগ্রামে লাইভ চ্যাট করছিলেন জিম্বাবুয়ের প্রাপ্তন বোলার পমি বাঙ্গাওয়ার সঙ্গে। সেই সময় হঠাৎ অনিল কুম্বলেকে প্রশ্ন করা হয় কাকে বোলিং করতে সবথেকে বেশি অসুবিধার মধ্যে পড়তে হত অনিল কুম্বলেকে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ” আমি খুবই ভাগ্যবান যে সচিন তেন্দুলকার, সৌরভ গাঙ্গুলি, বীরেন্দ্র শেহবাগ, ভিভিএস লাক্সন এবং রাহুল দ্রাবিড়ের মত বোলারদের শুধুমাত্র নেটে বোলিং করেছি। ম্যাচের আগের দিন আমাকে এই নিয়ে অন্তত চিন্তা করতে হয় নি যে পরের দিন এই পাঁচ জনের বিরুদ্ধে আমাকে বোলিং করতে হবে।”
এছাড়াও এই ভারতীয় লেগ স্পিনার জানিয়েছেন সবথেকে বেশি বেগ পেতে হয়েছে লারাকে বলে করতে গিয়ে। কারণ প্রত্যেকটি বল খেলার জন্য লারার হাতে কমপক্ষে চার ধরনের শর্ট ছিল। যখনই ভাবতাম এই বল করলে হয়তো লারাকে পরাস্ত করা যাবে ঠিক তখনই নিজের শর্ট পরিবর্তন করে সেই বল অনায়াসে খেলে দিত লারা। সেই কারণে লারাকে বল করতে গিয়ে অনেক সময় বেগ পেতে হয়েছে।