বাংলা হান্ট ডেস্ক : দীর্ঘ জিজ্ঞাসাবাদ, তারপর মুক্তি। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee says the result) নিজাম প্যালেসে ঢুকেছিলেন আজ শনিবার সকাল ১০টা ৫৮ মিনিটে। সিবিআই-র (Central Bureau of Investigation)জিজ্ঞাসাবাদ সেরে তিনি যখন বেরিয়ে এলেন তখন ঘড়ির কাঁটা বলছে রাত ৯টা ৪০ মিনিট।
প্রায় ১০ ঘণ্টা জেরা শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পরিষ্কার বললেন, এই তলব আসলে নবজোয়ার যাত্রাকে বাধা দিতে করা হয়েছে। কারণ মানুষের জমায়েতের ছবি দেখে বিজেপি ভয় পেয়েছে। এদিন অভিষেক আরও বলেন, ‘কেন্দ্রের পোষা কুকুর হয়ে থাকব না (result of long CBI interrogation is zero)। মাথা উঁচু করে রয়্যালবেঙ্গল টাইগার হয়ে থাকব।’
তৃণমূলের শিবিরের দাবি, যেভাবে ২৪ ঘণ্টার কম সময়ের ব্যাবধানে নোটিস পাঠিয়ে অভিষেককে হাজিরা দেওয়ার নোটিস পাঠিয়েছিল সিবিআই তাতে রাজনৈতিক ষড়যন্ত্র স্পষ্ট। বিজেপি এ নিয়ে বাজার গরম করছে। এদিন বেরিয়ে এসে অভিষেকও দাবি করেন, তাঁকে যতই তলব করুক কেন্দ্রীয় এজেন্সি, তিনি মাথা নোয়াবেন না করবেন না।
এদিন নিজামের বাইরে সাংবাদিক সম্মেলনে অভিষেক বলেন, ‘এই যে ৯ঘণ্টা ৪০ মিনিট আমায় জিজ্ঞাসাবাদ করা হল, তার নির্যাস হল শূন্য। আস্ত একটা অশ্ব ডিম্ব।’ তিনি এও বলেন, ‘এতে আমারও সময় নষ্ট হল, যাঁরা জিজ্ঞাসাবাদ করলেন তাঁদেরও সময় নষ্ট হল।’
কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়েও এদিন অভিযোগ করেন অভিষেক। তাঁর দাবি, ‘কুন্তলের চিঠির ভিত্তিতে যদি আমায় ডেকে পাঠানো হয়, তাহলে কেন সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠির ভিত্তিতে অধীর চৌধুরী, সুজন চক্রবর্তী ও শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠাবে না সিবিআই?’