‘খুশি নই, অপেক্ষা করব আর দেখব!” শিবকুমারের ভাইয়ের মন্তব্যে জল্পনা কর্ণাটকে, ওঁৎ পেতে রয়েছে BJP-ও

বাংলা হান্ট ডেস্ক : দীর্ঘ আলোচনার পর অবশেষে চূড়ান্ত হয়েছে কর্ণাটকের (Karnataka) মুখ্যমন্ত্রীর নাম। ১৩৫টি আসনে জিতে কর্ণাটকে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেও দুই হেভিওয়েট নেতার ‘আকাঙ্ক্ষার’ জেরে মুখ্যমন্ত্রী পদ নিয়ে অস্বস্তিতে পড়েছিল কংগ্রেস (Congress) শিবির।

কে হচ্ছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী? এই ইস্যুতে দিল্লিতে কেন্দ্রের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। অবশেষে সিদ্দারামাইয়াকেই মুখ্যমন্ত্রী করছে কংগ্রেস।

congress

কর্নাটকে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে জয়ের জন্য শিবকুমারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। কংগ্রেস হাইকম্যান্ডের এই সিদ্ধান্তে খুশি নন শিবকুমারের ভাই ডিকে সুরেশ। বৃহস্পতিবার তিনি জানালেন এই সিদ্ধান্তে তিনি খুশি না হলেও দলের কথা ভেবে এই সিদ্ধান্ত মেনে নিচ্ছেন তাঁরা। এ ব্যাপারে কংগ্রেস সাংসদ ডিকে সুরেশ বলেছেন, “কর্নাটক ও দলের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার দাদা মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন। কিন্তু তা হল না। আমরা এই সিদ্ধান্তে খুব খুশি নই।”

সনিয়া গান্ধীর হস্তক্ষেপে উপমুখ্যমন্ত্রীর পদে বসতে রাজি হয়েছেন শিবকুমার। ‘দলের স্বার্থেই এই স্বার্থত্যাগের’ জন্য শিবকুমার রাজি হয়েছেন বলে জানিয়েছেন তাঁর ভাই সুরেশ।  কংগ্রেস সূত্রে খবর, উপমুখ্যমন্ত্রিত্বের পাশাপাশি নিজের পছন্দের যে কোনও ৬টি মন্ত্রক বেছে নিতে পারবেন শিবকুমার।

কংগ্রেসের অন্দরে মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে যে কোনও দ্বন্দ্ব তৈরি হয়নি তা দেখাতে মরিয়া কংগ্রেস নেতৃত্ব। বৃহস্পতিবার সকালেই শিবকুমার ও সিদ্দারামাইয়া এক গাড়িতে চেপে গিয়েছেন খাড়্গের বাড়িতে। সেখানে গিয়ে খাড়্গের সঙ্গে দেখা গিয়েছে ২জনকে। আগামী দিনে পরিস্থিতি কী দাঁড়ায় সে দিকে নজর থাকবে কর্নাটকের বিরোধীদল বিজেপি-জেডিএস সহ গোটা রাজনৈতিক মহলের।


Sudipto

সম্পর্কিত খবর