বাংলাহান্ট ডেস্ক : পার্থ-‘ঘনিষ্ঠ’ (Partha Chatterjee) বলে ‘অপপ্রচার’ করছে মানুষ। এবার এই মর্মের লালবাজারে অভিযোগ দায়ের করলেন অধ্যাপিকা সোমা বন্দ্যোপাধ্যায় (Soma Banerjee)। তাঁর অভিযোগ, পার্থ ঘনিষ্ঠ বলে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তাঁর নামে অপপ্রচার করা হচ্ছে। তাতে তাঁর সম্মানহানি হচ্ছে বলে জানালেন তিনি। বুধবার লালবাজারে অভিযোগ দায়ের করলেন সোমা বন্দ্যোপাধ্যায় নামে ওই অধ্যাপিকা।
ইতিমধ্যই তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবে বেশ কয়েকজনের নাম প্রকাশ্যে এনেছে ইডির আধিকারিকরা। ওই অধ্যাপিকার অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় তিনিও নাকি পার্থ ঘনিষ্ঠ এই বলে অপপ্রচার চালানো হচ্ছে। জানা যাচ্ছে সোমা বন্দ্যোপাধ্যায় দি ওয়েস্ট বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড প্ল্যানিং ও রাজ্য সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলর ছিলেন। বর্তমানে তিনি WBUTTEPA ও ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলর পদে কর্মরত।
পার্থ কাণ্ড প্রকাশ্যে আসার পরই তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি পার্থ ঘনিষ্ঠ হওয়ার কারণেই মন্ত্রীর প্রভাব খাটিয়ে টিচার্স ট্রেনিং বিশ্ববিদ্যালয়ে ভিসি পদ পেয়েন। আগে তাঁর জায়গায় ভিসি ছিলেন ড. মিতা বন্দ্যোপাধ্যায়। যদিও সোমা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা দাবি করেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সামাজিক মাধ্যমে তাঁর নামে ইচ্ছাকৃত ভাবে কিছু মানুষ অপপ্রচার চালিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, মোনালিসা দাস নামে আরও এক অধ্যাপিকার নাম পার্থ ঘনিষ্ঠতা প্রকাশ্যে এসেছে আগেই। অভিযোগ করা হয়, তিনিও নাকি মন্ত্রীর প্রভাব খাটিয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা হতে চেয়েছিলেন। পার্থ চট্টোপাধ্যায়ের নাম করে কার্যত হুঁশিয়ারিও দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধানকেও। যদিও তাঁর উপযুক্ত যোগ্যতা ছিল না। তাই ওই পদও পাননি তিনি।
বর্তমানে মোনালিসা আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। মোনালিসাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি আবার বলেন, ‘একজন শিক্ষামন্ত্রীর সঙ্গে একজন শিক্ষকের যে সম্পর্ক, আমার সঙ্গেও পার্থ চট্টোপাধ্যায়ের ঠিক সেই সম্পর্কই রয়েছে।