বাংলাহান্ট ডেস্কঃ শনিবার যোগ দেন তৃণমূলে, এরপর নির্ধারিত সূচি মেনে সোমবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (babul supriyo)। দিদির সঙ্গে দেখা হওয়ার পর আপ্লুত বাবুল বললেন, ‘আমি ভীষণ খুশি। এবার মন খুলে কাজ করতে পারব’।
সোমবার মুখ্যমন্ত্রী ঘরে বসে আধঘণ্টা কথা হয় বাবুলের। আলোচনা হয় বিভিন্ন বিষয়ে সঙ্গে ছিলেন সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নবান্ন থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে নিজের অভিব্যক্তি জানান বাবুল সুপ্রিয়।
বাবুল সুপ্রিয় জানান, ‘এবার থেকে আমি মন খুলে গান গাইতে পারব। দিদির পছন্দ মতনই গান গাইব এখন। আর দিদি এবং অভিষেক যা যা কাজের দায়িত্ব দেব, তা সব পালন করব। এর আগেও দিদির সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে, কথা হয়েছে। এদিনই সেরকম হল। তবে অন্য জায়গা থেকে এলেও, দিদি কিন্তু আমাকে আগে মতই আপন করে নিয়েছেন’।
মুড়ি খাওয়া ইস্যুতে বাবুল সুপ্রিয় জানান, ‘এখন দেখা যাচ্ছে, মুড়ি খেলে মানুষ মোটা হয়ে যাচ্ছে। ইউরিয়া মেশানো মুড়ি তাই দিদি খেতে বারণ করেছে, আর উনি নিজেও তা খাচ্ছেন না’।
দিদির সঙ্গে কথা বলার পর আবেগান্বিত বাবুল জানান, ‘আজ আমি ভীষণ খুশি। মন খুলে গান গাইতে এবং কাজ করতে বলেছেন দিদি। দিদির উষ্ণ অভ্যর্থনা, ভালোবাসায় আমি খুবই আপ্লুত। এবার থেকে মন খুলে কাজ করতে পারব’।