‘দিদি ডাকলেই যাব, আর অপেক্ষা করতে পারছি না’, তৃণমূলে যোগ দেওয়া নিয়ে বললেন সোনালী

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ মুকুল রায় ঘরে ফিরতেই, এবার প্রশ্ন উঠছে সোনালী গুহর (Sonali Guha) অবস্থান নিয়ে। দলবদলুদের তালিকায় নাম থাকা সোনালী গুহ এবার কি তাহলে ঘরে ফিরবেন?

একুশের বিধানসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আবারও বাংলার ক্ষমতায় ফেরার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজেই সাংবাদিক বৈঠকে দলবদলুদের ঘরে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। তারপর থেকে একে একে বেশ কয়েকজন দলবদলু নেতৃত্বরা বিভিন্ন অযুহাত দেখিয়ে আবারও ঘরে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। সেই তালিকায় নাম ছিল সোনালী গুহরও।

কিছুদিন আগেই তিনি ট্যুইট করে লেখেন, ‘সম্মানীয় দিদি, আমার প্রণাম নেবেন। আমি সোনালী গুহ, অত্যন্ত ভগ্ন হৃদয়ে বলছি যে, আমি আবেগপূর্ণ হয়ে চরম অভিমানে ভুল সিদ্ধান্ত নিয়ে অন্য দলে গিয়েছিলাম। ওটা আমার চরম ভুল সিদ্ধান্ত ছিল। কিন্তু আমি সেখানে মানিয়ে নিতে পারছি না। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমনই আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না। দিদি আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী। দয়া করে আমাকে ক্ষমা করে দিন’।

শুক্রবার মুকুল রায় তৃণমূলে ফেরার পর সোনালী গুহর অভিমত, ‘আমার এখন আর কোন দাবি দাওয়া নেই। দলে ফিরিয়ে নেওয়ার পর মমতা দিদি যা করতে বলবেন, তাই করব। আমি আর এভাবে অপেক্ষা করতে পারছি না। দিদি যেদিন ডেকে নেবে, সেদিনই চলে যাব’।

তবে কিছুদিন আগেই সাংসদ সৌগত রায় জানিয়েছিলেন, আগামী ৬ মাস কোন দলবদলুদের ঘরে ফেরান হবে না। আবার তৃণমূলের একাংশের মত, দল ছেড়ে যারা বেরিয়ে গিয়েছিলেন, তাঁরা দলের প্রতি তাঁদের ক্ষোভ বিদ্বেষ সমস্ত কিছু উগরে দিয়েছিলেন। তাই এখন তাঁরা আবারও দলে ফিরলে, দলের প্রতি নিষ্ঠাবান কর্মীদের মনোবল ভেঙে যেতে পারে। ভুল বার্তা যেতে পারে তাঁদের কাছে।

X