বাংলাহান্ট ডেস্কঃ জেলার পঞ্চায়েত প্রধানদের এবং দলের অঞ্চল সভাপতিদের সরাসরি হুঁশিয়ারি দিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)।
রবিবার তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সাঁইথিয়াতে কর্মী সম্মেলনে বলেন, “আজকে যাঁরা অঞ্চল প্রেসিডেন্ট আছেন বা প্রধান আছেন তাঁ যদি ভেবে নেন আমরাই অঞ্চলের সব, তাহলে না মানুষ মানবে, না দল। মানতে পারে না দল। আপনি সবার প্রধান। আপনি এলাকার প্রধান। আপনাদের সব শ্রেণির মানুষদের নিয়ে চলতে হবে।”
তিনি আরও বলেন, ”আপনি কোনও ভেদাভেদ করতে পারেন না। আপনাকে মানুষ বসিয়েছে ওই চেয়ারটায়। তাহলে কি আপনি ওদের কথা শুনবেন না! আমি জানি আপনি ওই কাজ করতে পারবেন না। আপনি যদি কথা না শোনেন, মানুষ মানবে না। আমরাও মানব না।”
দাপুটে নেতা আরও বলেন “কেউ একজন মানুষও দাঁড়িয়ে বলতে পারবেন, মমতা ব্যানার্জী (Mamata Banerjee) খারাপ কাজ করেছে? আমি দলের পক্ষ থেকে বলছি যদি আমার দলের কোনও কর্মী অন্যায় করে থাকে, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা পঞ্চায়েতের ভোট নয়। জেলা পরিষদের ভোট নয়। এটা মিউনিসিপ্যালিটির ভোট নয়। এটা মা-মাটি-মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভোট।”
অনুব্রতর দাবি, বাংলায় যদি মমতা ব্যানার্জী ক্ষমতায় না থাকেন তাহলে বাংলায় আবার অন্ধকার নেমে আসবে। আবার অশান্তি হবে। ৩৪ বছর বামফ্রন্ট কাজ করেনি। কোনও উন্নয়ন করেনি, কোনও চাকরি-বাকরি দেয়নি। মমতা ব্যানার্জী এত কাজ করেও যদি ভোট না পান, তবে তা দুর্ভাগ্য।