আমি দেশকে আশ্বস্ত করছি বায়ুসেনা সবরকম পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুতঃ এয়ারফোর্স চীফ

বাংলাহান্ট ডেস্কঃ বৃহস্পতিবার ৮ ই অক্টোবর, ৮৮ তম ভারতীয় বিমানবাহিনী (Indian Air Force) দিবস। এই দিবস উপলক্ষে বিমান বাহিনী প্রধান রাকেশ কুমার সিং ভদৌরিয়া (Rakesh Kumar Singh Bhadauria) কুচকাওয়াজে অংশগ্রহণের পর শত্রু পক্ষের উদ্দ্যেশ্যে কড়া বার্তা দিলেন। তাঁর কথায়, চীন সীমান্তে মোতায়েন থাকা বিমান যোদ্ধারা প্রশংসার নজির সৃষ্টি করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা
গাজিয়াবাদের হিন্ডন এয়ারবাসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চীফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারওয়ানে এবং নেভির চিফ অ্যাডমিরাল করম্বীর সিং।

1568965346 mVYPQq Air Marshal Rakesh Kumar Singh Bhadauria

যে কোন পরিস্থিতিতে দেশের সুরক্ষায় বিমান বাহিনী হাজির
বিমান বাহিনী যে কোন পরিস্থিতিতেই দেশকে রক্ষা করবে এই অঙ্গীকার করে বিমান বাহিনী প্রধান রাকেশ কুমার সিং ভদৌরিয়া বললেন, ‘আমি দেশবাসী এবং ভারত মাতাকে আশ্বস্ত করছি, আমাদের দেশের বিমান বাহিনী সবরকম পরিস্থিতিতেই দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষার জন্য সর্বদা প্রস্তুত’।

উত্তর সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও লড়ে চলা বিমান বাহিনীর যোদ্ধাদের প্রশংসা করে তিনি বললেন, যখনই আমরা কোন শর্ট নোটিশে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলি, সর্বদা তাদের সমর্থন তাহকে আমাদের সঙ্গে’।

IMG 20190306 085203

যুদ্ধে বিমান বাহিনীর ভুমিকা অশেষ
পাশাপাশি তিনি আরও বলেন, ‘যে কোন যুদ্ধেই একটি শক্তিশালী বিমান বাহিনী খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে থাকে। যুদ্ধের সঙ্গে সঙ্গে আগামী বছরে মহাকাশেও গুরুত্ব বাড়তে পারে। ড্রোন ওড়ানোর বিষয়েও আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রয়োজন আসলে আমরা শত্রুপক্ষের সঙ্গে লড়াই করার ক্ষমতা প্রদর্শনও করেছি’।

ad

Smita Hari

সম্পর্কিত খবর