আমি নিজেও ঈফতার করি কিন্তু এবার ভারত সরকার ধর্মীয় সমাবেশ ব্যান করেছে: মমতা ব্যানার্জী

বাংলাহান্ট ডেস্কঃ কাল বাদে পরশু সোমবার খুশির ইদ। কিন্তু লকডাউনে এবার ঘরে বসেই ইদের প্রার্থনা সারার জন্য সংখ্যালঘুদের উদ্দেশে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)  শনিবার আমফান বিপর্যস্ত কাকদ্বীপ থেকে ফিরে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

mamata banerjee pti

সংখ্যালঘুদের উদ্দেশে হাতজোড় করে মুখ্যমন্ত্রী বলেন, “আমায় যদি ভালবাসেন, ভরসা করেন, দয়া করে এবার ইদে বাড়িতে থাকুন। ঘরে বসে প্রার্থনা করুন।” তিনি আরও বলেন, মুসলিমদের সব থেকে বড় পরব ইদ উল ফিতর। কিন্তু এবার ইদে মুসলিমদের বাড়ি বসেই ইদে প্রার্থনা করার অনুরোধ করলেন পশ্চিমবঙ্গের (West bengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ইচ্ছা থাকলেও কেন্দ্রের নিষেধাজ্ঞা থাকায় ইদে জমায়েতের অনুমতি দিতে পারছেন না তিনি।

eid

 

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি রেড রোডে নমাজে যাই। এবছর রেড রোডে নমাজ হবে না। আমারও খারাপ লাগছে।’ মমতা জানান, ‘কেন্দ্রীয় সরকার সারা দেশ জুড়ে ধর্মীয় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে। আমার ইচ্ছা থাকলেও উপায় নেই। এটা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রতিবছর আমি চৈত্র সংক্রান্তিতে কালীবাড়ি যাই। এবার যাওয়া হয়নি। বাসন্তী পুজো, পয়লা বৈশাখ সব লকডাউনের মধ্যে পড়েছে। মানুষের জন্য এবার সবাইকে সাবধান থাকতে হবে।’

সম্পর্কিত খবর