মারকাটারি ইনিংস খেলার পর শিবমের হুঙ্কার! পৃথিবীর যেকোনো মাঠে ছয় মারার ক্ষমতা আছে আমার।

এই মুহূর্তে চোটের কারণে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, আর তাই ভারতীয় টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন তরুণ অলরাউন্ডার শিবম দুবে। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত অধিনায়ক বিরাট কোহলি নিজের ব্যাটিং পজিশন ছেড়ে তিন নম্বরে ব্যাটিং করার জন্য পাঠান শিবম দুবেকে। তিন নম্বরে ব্যাটিং করতে গিয়ে অধিনায়ক ও ম্যানেজমেন্টের ভরসার দাম দিলেন তিনি। মাত্র 30 বলে 54 রানের ইনিংস খেললেন শিবম। শিবমের এই 54 রানের ইনিংসে ছিল তিনটি চার এবং চারটি বড় ছক্কা। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মারকাটারি ইনিংস খেলার পর শিবম জানিয়েছেন পৃথিবীর যে কোন মাঠে ছয় মারার ক্ষমতা তার আছে।

সাংবাদিক সম্মেলনে এসেছি শিবম দুবে জানিয়েছেন যে তিরুঅনন্তপুরের মাঠটা বেশ বড় ছিল, এখানে ছয় মারা মোটেও সহজ কাজ নয় তবুও আমি একটার পর একটা বল গ্যালারিতে ফেলেছি। এর থেকে আপনার আমার ব্যাটিং শক্তি সম্বন্ধে ধারণা করতে পেরেছেন। তবে এই দিন শিবমের দুর্দান্ত ইনিংসের সত্ত্বেও শেষের দিকে মন্থর ব্যাটিংয়ের কারণে রবিবার ভারত 20 ওভার শেষে 170 রানের বেশি তুলতে পারেনি।

149315214976c05b59fb67ac0bb938b26cc8e9dd1

এইদিন ইনিংসের শুরু থেকে শিবম একের পর এক সজোরে ব্যাট চালালেও কিছুতেই তার ব্যাটে বলে কানেকশন হচ্ছিল না। বারেবারে টাইমিং এর অভাব দেখা দিচ্ছিল। আর সেই সময় ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মা তার সাথে কিছুটা কথা বলে আসার পর তিনি শান্ত মাথায় ব্যাটিং করা শুরু করেন। আর তারপরে তার ব্যাটে-বলে সুন্দর কানেকশন হওয়া শুরু হয়। এদিন সাংবাদিক সম্মেলনে এসে শিবম জানিয়েছেন যে অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্ট আমার উপর ভরসা করে আমাকে তিন নম্বরে ব্যাটিং করতে পাঠিয়েছিল। তবে শুরু থেকে আমি কিছুটা হলেও চাপে ছিলাম কারণ আন্তর্জাতিক ক্রিকেটে তিন নম্বরে ব্যাটিং করা মোটেও সহজ কাজ নয়। কিন্তু আমি নিজের শারীরিক ক্ষমতার উপর বিশ্বাসী ছিলাম সেই বিশ্বাসেই আমি সুন্দর ইনিংস খেলতে সক্ষম হয়েছি। তাকে তিন নম্বরে ব্যাটিং করার সুযোগ করে দেওয়ার জন্য তিনি অধিনায়ক বিরাট কোহলি কে ধন্যবাদ জানিয়েছেন।


Udayan Biswas

সম্পর্কিত খবর