‘ভোটে জিতে তৃণমূলে জেতে পারি’, প্রার্থীর মন্তব্য শুনে তাজ্জব বনে গেলেন অধীর চৌধুরী

বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনে কংগ্রেস (congress) প্রার্থী হয়ে দাঁড়ালেও, ভোটে জিতে তৃণমূলে নাম লেখাতে পারেন বলে ইঙ্গিত দিলেন জইদুর রহমান। বর্তমান সময়ে বিধানসভা নির্বাচনে মুশির্দাবাদের সামসেরগঞ্জের (shamsherganj) কংগ্রেস প্রার্থী হয়েছেন জইদুর রহমান। বৃহস্পতিবার নির্বাচনের দিন এমনই ইঙ্গিত দিয়েছেন জইদুর রহমান।

নির্বাচনের দিনই প্রার্থীর থেকে এমন মন্তব্য শুনে, তাজ্জব বনে গেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। যাকে কিনা শাসক দলের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে, সেই প্রার্থীই কিনা নির্বাচনের দিন বলছেন- তিনি জয়ী হলে তৃণমূলে গিয়ে নাম লেখাবেন। যা রাজনৈতিক ইতিহাসে কিছুটা নতুন ঘটনাই বটে।

Congress Chhattisgarh 770x433 1

এখানেই শেষ নয়, নির্বাচন চলাকালীন তিনি নিজেকে কোন দলের প্রার্থী না বলেই দাবী করেছেন। ওই কেন্দ্রে তাঁকে দাঁড় করানোর পর থেকেই, নির্বাচনে অংশ নেওয়া নিয়ে কিছুটা দোলাচলে ছিলেন কংগ্রেস প্রার্থী জইদুর রহমান। সেই কারণে নির্বাচনের শুরুতে তাঁকে প্রচারেও দেখা যায়নি।

তবে নির্বাচনের পূর্বে এক সপ্তাহ মতন তাঁকে প্রচার করতে দেখা যায়। আর নির্বাচনের দিনই প্রার্থীর থেকে এভাবে তৃণমূলে যোগদানের ইঙ্গিত শুনে হতবাক হয়ে গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

স্থানীয় সাংসদ খলিলুর রহমানের দাদা হল এই সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী জইদুর রহমান। তবে ভাইয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো রয়েছে বলেই জানান তিনি। তবে সেই সঙ্গে তিনি এও জানান, ‘রাজনীতির জায়গাটা আলাদা। কোন দলের বিরুদ্ধে আমার লড়াই নয়, আমার লড়াই কাটমানি আর তোলাবাজির বিরুদ্ধে। তবে মানুষের স্বার্থে আমি তৃণমূলেও নাম লেখাতে পারি’।

Smita Hari

সম্পর্কিত খবর